Motorola খুবই অল্প দামে বাজারে আনছে Moto E13 ফোন, পাবেন এই ফিচারগুলি

মোটোরোলা (Motorola) সকল শ্রেণীর ক্রেতাদের কথা মাথায় রেখে হাই-এন্ড থেকে বাজেট রেঞ্জ- সমস্ত স্তরের হ্যান্ডসেটই বাজারে লঞ্চ করে থাকে। এখন লেনোভো অধীনস্থ ব্র্যান্ডটি তাদের E-সিরিজের…

মোটোরোলা (Motorola) সকল শ্রেণীর ক্রেতাদের কথা মাথায় রেখে হাই-এন্ড থেকে বাজেট রেঞ্জ- সমস্ত স্তরের হ্যান্ডসেটই বাজারে লঞ্চ করে থাকে। এখন লেনোভো অধীনস্থ ব্র্যান্ডটি তাদের E-সিরিজের অধীনে একটি নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন শীঘ্রই বাজারে উন্মোচন করবে, যার নাম Moto E13। চলতি মাসের শুরুর দিকে এই ফোনটিকে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে স্পট করা গিয়েছিল। আবার ডিভাইসটিকে সম্প্রতি ফাঁস হওয়া একটি রেন্ডারেও দেখা গেছে। আর এখন, একটি অফিসিয়াল-লুকিং ইমেজ অনলাইনে প্রকাশিত হয়েছে যা Moto E13-এর ডিজাইনটি স্পষ্টভাবে প্রদর্শন করেছে।

ফাঁস হল Moto E13-এর অফিসিয়াল লুকিং টিজার

টুইটার ইউজার স্নুপি টেক দ্বারা প্রকাশিত ছবিতে মোটো ই১৩-কে একটি ডার্ক গ্রীন কালার ভ্যারিয়েন্টে দেখা গেছে। এই ফোনের ডিসপ্লের ওপরে একটি ওয়াটারড্রপ নচ রয়েছে এবং স্ক্রিনটি সরু বেজেল দ্বারা বেষ্টিত। আর রিয়ার প্যানেলে বর্গাকার ক্যামেরা আইল্যান্ড অবস্থান করছে, যার মধ্যে একটি এআই ক্যামেরা সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে। ডিভাইসের বাম দিকে একটি সিম ট্রে এবং ডান প্রান্তে একটি ভলিউম রকার ও পাওয়ার বাটন উপস্থিত রয়েছে। পাওয়ার বাটনেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি এম্বেড করা থাকবে বলে আশা করা হচ্ছে।

এগুলি ছাড়া, অফিসিয়াল টিজার-সদৃশ ফাঁস হওয়া ছবিটি মোটো ই১৩ সম্পর্কে কোনও অতিরিক্ত বিবরণ প্রকাশ করেনি। তবে, এর আগে প্রকাশিত আরেকটি রেন্ডার থেকে জানা গেছে যে, আসন্ন মোটোরোলা ফোনটি বেইজ কালার অপশনেও উপলব্ধ হবে।

আগেই বলা, Moto E13 একটি সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট হিসেবে বাজারে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। স্মার্টফোনটির গিকবেঞ্চ তালিকা থেকে জানা গেছে যে, এটি এআরএম ইউনিসক টি৬০৬ প্রসেসর দ্বারা চালিত হবে, যা ১.৬১ গিগাহার্টজ ক্লক স্পিডের আটটি কোর নিয়ে গঠিত।

এছাড়াও তালিকায় প্রকাশ করা হয়েছে যে, ডিভাইসটি ২ জিবি র‍্যামের সাথে আসবে এবং অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। যেহেতু র‍্যামের আকার ৩ জিবির কম, তাই Moto E13 অ্যান্ড্রয়েড গো এডিশনে রান করবে বলে অনুমান। এই এন্ট্রি-লেভেল মোটো হ্যান্ডসেটটি গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ৩১৮ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৯৯৫ পয়েন্ট স্কোর করেছে। সব ঠিকঠাক থাকলে Moto E13 আগামী সপ্তাহে আত্মপ্রকাশ করতে পারে।