অতি সস্তায় বাজারে আসছে Moto E13, Unisoc প্রসেসর সহ দেখা গেল Geekbench -এ

গত সপ্তাহে Moto G13 ভারত ও থাইল্যান্ডের সার্টিফিকেশন সাইট, BIS ও NBTC থেকে ছাড়পত্র লাভ করেছিল। এখান থেকে ফোনটির মডেল...
techgup 13 Dec 2022 11:49 PM IST

গত সপ্তাহে Moto G13 ভারত ও থাইল্যান্ডের সার্টিফিকেশন সাইট, BIS ও NBTC থেকে ছাড়পত্র লাভ করেছিল। এখান থেকে ফোনটির মডেল নম্বর সহ বেশ কিছু তথ্য সামনে এসেছিল। এখন Moto E সিরিজের একটি ফোনকে গিকবেঞ্চ বেঞ্চমার্ক ওয়েবসাইটে দেখা গেল। এই ফোনের নাম Moto E13। ডেটাবেস থেকে এর বিশেষ বিশেষ স্পেসিফিকেশন জানা গেছে।

Moto E13 কে দেখা গেল Geekbench -এ

বেঞ্চমার্ক সাইট থেকে সামনে এসেছে যে, মোটো ই১৩ ফোনে ইউনিসক টি৬০৬ প্রসেসর ব্যবহার করা হবে। এর আটটি কোরের ক্লক স্পিড ১.৬ গিগাহার্টজ। ফোনটি ২ জিবি র‌্যাম ও অ্যান্ড্রয়েড ১৩ গো অপারেটিং সিস্টেম সহ আসবে। যদিও লঞ্চের সময় এর আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকতে পারে। গিকবেঞ্চে মোটো ই১৩ সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ৩১৮ ও ৯৯৫ স্কোর করেছে।

Moto E12 Geekbench

আমরা জানি Motorola -র E সিরিজের ফোনগুলি বাজেট রেঞ্জে আসে‌। আর গিকবেঞ্চ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলা যায়, আসন্ন Moto E13 এর ব্যতিক্রম হবে না। আশা করা যায় ফোনটি সম্পর্কে আরও বিভিন্ন তথ্য সামনে আসবে।

এদিকে, Motorola শীঘ্রই তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন Moto X40 লঞ্চ করতে চলেছে। এতে পাঞ্চ হোল ডিসপ্লে সহ কার্ভড ডিসপ্লে, ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দেওয়া হবে। এছাড়া এটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড স্ক্রিন, ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসবে।

Show Full Article
Next Story