Moto Edge 40 ভারতে 23 মে লঞ্চ হচ্ছে, তাক লাগানো ফিচার্সে ঝড় তুলবে মার্কেটে

মোটোরোলা (Motorola) চলতি মাসে ইউরোপে Moto Edge 40 ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করেছিল। তার পর থেকেই শোনা যাচ্ছিল যে খুব...
Ananya Sarkar 15 May 2023 6:35 PM IST

মোটোরোলা (Motorola) চলতি মাসে ইউরোপে Moto Edge 40 ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করেছিল। তার পর থেকেই শোনা যাচ্ছিল যে খুব শীঘ্রই ভারতে পা রাখবে এটি। এখন সেই জল্পনাকে সত্যি করে লেনোভো (Lenovo)-অধীনস্থ ব্র্যান্ডটি ভারতে ডিভাইসটির লঞ্চের তারিখ ঘোষণা করেছে। ভারতে মোটোরোলার তরফে ঘোষণা করা হয়েছে যে, Motorola Edge 40 আগামী ২৩ মে লঞ্চ হতে চলেছে৷ টিজার অনুযায়ী, ফোনটি সবুজ রঙে পাওয়া যাবে এবং ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমে বিক্রি করা হবে৷ লঞ্চের তারিখ প্রকাশ্যে আসার পাশাপাশি, ফ্লিপকার্টের ফোনটির মাইক্রোসাইটও লাইভ হয়েছে, যা কিছু ফিচার্স প্রকাশ করেছে।

Motorola Edge 40 ভারতীয় ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন

ফ্লিপকার্টে লাইভ হওয়া মোটোরোলা এজ ৪০-এর মাইক্রো-সাইটটি প্রকাশ করেছে যে, এটি আগামী ২৩ মে ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে এবং এতে ফুলএইচডি+ রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫৫ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যা ১,২০০ নিট পিক ব্রাইটনেস এবং একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০২০ চিপসেট দ্বারা চালিত হবে, যা ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে যুক্ত থাকবে। মোটোরোলা এজ ৪০ অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে বলে জানা গেছে।

ফটোগ্রাফির জন্য, মোটোরোলা এজ ৪০-এর রিয়ার প্যানেলে চৌকো ক্যামেরা মডিউল থাকবে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স অবস্থান করবে। আর সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটিতে ৪,৪০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ৬৮ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।এই ফোন মোট তিনটি কালার অপশনে আসবে - অ্যাক্লিপস ব্ল্যাক, নেবুলা গ্রীন এবং লুনার ব্লু। এজ ৪০ জল এবং ধূলিকণা প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68)-রেটিং প্রাপ্ত এবং এতে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে যা ডলবি অ্যাটমোস দ্বারা টিউন করা।

উল্লেখ্য, ভারতীয় বাজারে Motorola Edge 40 কত দামে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি। তবে ইউরোপের মার্কেটে স্মার্টফোনটির একমাত্র ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৫৫০ ইউরো (প্রায় ৪৯,২৫০ টাকা) মূল্যে লঞ্চ হয়েছে। তবে এই ডিভাইসগুলি সাধারণত ইউরোপে বেশি ব্যয়বহুল হয়, সেই দিকটি বিবেচনা করে, Edge 40 ভারতে তুলনামূলকভাবে সস্তা হবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story