৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Moto Edge 50 Fusion 5G এখন ৪ হাজার টাকা ডিসকাউন্টে

Moto Edge 50 Fusion 5G স্মার্টফোনে আছে ৬.৭ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ১৬০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৫ উপস্থিত।

Ankita Mondal 16 Nov 2024 10:18 AM IST

নতুন স্মার্টফোন কিনতে চাইলে সুখবর। এই মুহূর্তে নিজের জন্য বা কাউকে উপহার দেওয়ার জন্য যদি নতুন হ্যান্ডসেট কিনতে চান তাহলে হাজার হাজার টাকা বাঁচাতে পারেন। আসলে এখন চলছে Flipkart Mobile Bonanza Sale। এই সেল চলবে ২১ নভেম্বর পর্যন্ত। আর এই সেলে Motorola Edge 50 Fusion 5G অনেক কম দামে কেনা যাবে। এই ফোনে আছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা দিয়ে আপনি দুর্দান্ত ছবি তুলতে পারবেন। আসুন এর সাথে কি কি ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে দেখে নেওয়া যাক।

Motorola Edge 50 Fusion 5G: ফ্লিপকার্ট অফার ও ডিসকাউন্ট

মোটোরোলার এই ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। তবে সেলে এটি ২২,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ আপনি ৩,০০০ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। এর সাথে রয়েছে আকর্ষণীয় ব্যাঙ্ক অফার। যেখানে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ১,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।

এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে দেওয়া হবে ৫ শতাংশ ক্যাশব্যাক। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করেও ডিভাইসটি কেনা যাবে। মোটোরোলা এজ ৫০ ফিউশন ৫জি এর সাথে ১৬,৬৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। আবার স্মার্টফোনটি ৩৮৩৪ টাকা নো কস্ট ইএমআই অফারে কেনা যাবে।

Motorola Edge 50 Fusion 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ফিচারের কথা বললে এই স্মার্টফোনে আছে ৬.৭ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ১৬০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৫ উপস্থিত। আর ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর দ্বারা চালিত। আর আইপি৬৮ রেটিং প্রাপ্ত এই ডিভাইসে সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।

ক্যামেরার কথা বললে, এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১৩ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এর সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। এই স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story