সেকি! এই দেশে 60 শতাংশ বেশি দামে বিক্রি হবে Moto Edge 50 Pro
গত 3রা এপ্রিল Motorola ভারতে মিড-রেঞ্জে Moto Edge 50 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। শোনা যাচ্ছে, সংস্থাটি খুব শীঘ্রই...গত 3রা এপ্রিল Motorola ভারতে মিড-রেঞ্জে Moto Edge 50 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। শোনা যাচ্ছে, সংস্থাটি খুব শীঘ্রই ইউরোপেরও এই একই কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর চালিত হ্যান্ডসেটটি উন্মোচন করার পরিকল্পনা করছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, গত সপ্তাহে এই মডেলের ইউরোজোন মূল্য প্রকাশ করা হয়েছিল। আবার আজ ইউরোপের বাজারের জন্য Moto Edge 50 Pro স্মার্টফোনের দাম সহ সম্ভাব্য লঞ্চের টাইমলাইন ও কালার ভ্যারিয়েন্টের তথ্য অনলাইনে ফাঁস করা হলো।
ইউরোপের বাজারের জন্য Moto Edge 50 Pro স্মার্টফোনের দাম ফাঁস হল
অ্যাপুলাস (Appulas) তাদের একটি লেটেস্ট রিপোর্টে দাবি করেছে যে, Motorola Edge 50 Pro স্মার্টফোনটি এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ইউরোপে আত্মপ্রকাশ করতে চলেছে। এখানে এর 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ যুক্ত একটি মাত্র কনফিগারেশন লঞ্চ করা হবে। যার দাম রাখা হতে পারে 699 ইউরো (প্রায় 63,000 টাকা)।
প্রসঙ্গত, ভারতের বাজারে ডিভাইসটি মোট দুটি স্টোরেজ অপশনের সাথে আত্মপ্রকাশ করেছে। যার মধ্যে 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম 31,999 টাকা (প্রায় 354 ইউরো) ধার্য করা হয়েছে। আবার উচ্চতর 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ বিকল্পের দাম থাকছে 35,999 টাকা (প্রায় 398 ইউরো)। সুতরাং ইউরোপের ক্রেতাদের ভারতীয়দের তুলনায় প্রায় 60% অধিক অর্থ প্রদান করে ডিভাইসটি খরিদ করতে হতে পারে।
এদিকে রিপোর্টে মোটো এজ ৫০ প্রো মডেলের কালার বিকল্প সম্পর্কেও আলোচনা করা হয়েছে। ডিভাইসটি ইউরোপে - ল্যাভেন্ডার, ব্ল্যাক এবং পার্ল কালারে আসবে। জানিয়ে রাখি ফোনটি অনুরূপ বিকল্পের সাথে ভারতেও পাওয়া যাচ্ছে। আর ফোনটির রিটেল বক্সে 125 ওয়াট ক্যাপাসিটির চার্জিং অ্যাডাপ্টার দেওয়া হবে।
Moto Edge 50 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন (ভারতীয় সংস্করণ)
Moto Edge 50 Pro হল প্রথম স্মার্টফোন যা প্যানটোন (PANTONE) সার্টিফায়েড ডিসপ্লে কালার ক্যালিব্রেশন এবং ক্যামেরা আউটপুট সহ এসেছে। এক্ষেত্রে এতে 6.7-ইঞ্চির 1.5কে (2712×1220 পিক্সেল) POLED কার্ভড ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। এই টাচস্ক্রিন এসজিএস আই প্রযুক্তি দ্বারা সুরক্ষিত এবং 144 হার্টজ রিফ্রেশ রেট, 2000 নিট পিক ব্রাইটনেস, 100% DCI-P3 কালার গ্যামেট, HDR10+ প্রযুক্তি সমর্থন করে। এই ডিসপ্লের উপরিভাগে এফ/1.9 অ্যাপারচার ও অটোফোকাস সহ 50 মেগাপিক্সেলের সেলফি সেন্সর অবস্থিত। আবার ডিভাইসের পেছনে LED ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি শ্যুটার + ম্যাক্রো শট সমর্থিত 13 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + 30এক্স হাইব্রিড জুম সহ একটি টেলিফটো লেন্স।
ভালো পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য এই হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর এবং অ্যাড্রেন 732 জিপিইউ ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে 8 জিবি/12 জিবি র্যাম এবং 256 জিবি UFS 2.2 মেমরি পাওয়া যাবে। এজ 50 সিরিজের এই লেটেস্ট হ্যান্ডসেট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক নতুন হ্যালোইউআই (HelloUI) কাস্টম স্কিনের সাথে প্রি-লোডেড হয়ে এসেছে। এই ইউজার ইন্টারফেসটি বেশ কয়েকটি বৈশিষ্ট্য অফার করে, যেমন – মোটো সিকিওর, মোটো আনপ্লাগড, ফ্যামিলি স্পেস ইত্যাদি৷ সংস্থার তরফ থেকে তাদের এই নয়া ফোনের সাথে তিনটি অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে৷
অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, মোটোরোলা ব্র্যান্ডের এই হ্যান্ডসেট নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং উন্নত সাউন্ড সরবরাহের ক্ষেত্রে স্টেরিও স্পিকার সেটআপ সহ এসেছে। এতে থিঙ্কশিল্ড ফিচারের সুবিধা পাওয়া যাবে। কানেক্টিভিটি বিকল্প হিসাবে সামিল রয়েছে – ডুয়াল সিম স্লট, 5জি, ওয়াই-ফাই 802.11 এ/বি/জি/এন/এসি/এএক্স, ব্লুটুথ 5.4, এনএফসি, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, NavIC এবং ইউএসবি 3.1 পোর্ট৷ Moto Edge 50 Pro স্মার্টফোনে 4,500 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্টের মাধ্যমে 125 ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং, 50 ওয়াট টার্বোপাওয়া ওয়্যারলেস চার্জিং এবং 10 ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। IP68 রেটিং প্রাপ্ত এই ডিভাইসের পরিমাপ 161.23×72.4×8.19 মিমি এবং ওজন 186 গ্রাম।