12 জিবি র‌্যামের সাথে আসছে Moto Edge+ 2023, থাকবে স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল প্রসেসর

২০২২ সালের মার্চ মাসে Moto Edge+ 2022 লঞ্চ করেছিল Motorola৷ ডিভাইসটিকে মার্কিন বাজারে Moto X30 এর রিব্র্যান্ড ভার্সন হিসেবে আনা হয়৷ আর ঠিক এক বছরের…

২০২২ সালের মার্চ মাসে Moto Edge+ 2022 লঞ্চ করেছিল Motorola৷ ডিভাইসটিকে মার্কিন বাজারে Moto X30 এর রিব্র্যান্ড ভার্সন হিসেবে আনা হয়৷ আর ঠিক এক বছরের মাথায় এখন সংস্থাটি Moto Edge+ 2022 মডেলের উত্তরসূরি হিসাবে Moto Edge+ 2023 স্মার্টফোনকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে আসন্ন এই হ্যান্ডসেটকে সম্প্রতি Google Play Console সাইটে দেখা গেছে। যার দরুন আনুষ্ঠানিক লঞ্চের আগেই Moto Edge+ 2023 স্মার্টফোনের প্রসেসর ও ডিসপ্লে সহ আরো বেশ কয়েকটি কী-ফিচার ফাঁস হয়েছে।

Google Play Console সাইটে তালিকাভুক্ত হল Moto Edge+ 2023 স্মার্টফোন

গুগল প্লে কনসোল এর লিস্টিং অনুযায়ী, আপকামিং মোটো এজ+ ২০২৩ স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন চিপসেট এবং অ্যাড্রেন ৭৩০ জিপিইউ থাকবে। ডিভাইসটি ১২ জিবি র‌্যাম অফার করবে। আবার ডিসপ্লে ফিচারের কথা বললে, আলোচ্য হ্যান্ডসেটটি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) রেজোলিউশন সমর্থিত টাচ-প্যানেল সহ আসবে। এই ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ-হোল স্টাইলের, যার কাটআউটের মধ্যে সেলফি ক্যামেরা অবস্থান করবে। আর সফ্টওয়্যারের ক্ষেত্রে, মোটোরোলা ব্র্যান্ডিংয়ের এই লেটেস্ট ডিভাইসটি সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৩ ওএস দ্বারা চালিত হবে।

প্রসঙ্গত, এই একই ডিভাইস অর্থাৎ Moto Edge+ 2023 -কে কয়েক দিন আগে ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে। যেখানে মডেল নম্বর দেখে স্পষ্ট যে, গত বছর ১৫ই ডিসেম্বরে চীনে আগত Moto X40 স্মার্টফোনকে শীঘ্রই মার্কিন বাজারে নামফেরে Moto Edge+ 2023 হিসাবে লঞ্চ করা হবে এবং বিশ্ব বাজারের জন্য এটিকে Moto Edge 40 Pro হিসাবে রিব্র্যান্ডেড করা হবে। অতএব মোটো এজ+ ২০২৩ স্মার্টফোনটি যেহেতু বিদ্যামান মোটো এক্স৪০ মডেলের রিব্র্যান্ডেড ভার্সন হবে, সেহেতু ডিভাইস দুটি অনুরূপ স্পেসিফিকেশন অফার করবে বলেই আমাদের অনুমান। তাই চলুন এবার Moto X40 স্মার্টফোন সম্পর্কে জেনে নেওয়া যাক এবার…

Moto X40 -এর ফিচার ও স্পেসিফিকেশন

মোটো এক্স৪০ ফোনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে রয়েছে, যা ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট, ১০ বিট কালার ও এইচডিআর প্রযুক্তি সাপোর্ট করে। কার্ভড এজ সহ আসা এই ডিভাইসের ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৬০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অবস্থিত। আবার রিয়ার প্যানেল রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল – OIS সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ১২ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। এই রিয়ার-ত্রয়ী ৪কে (4K) রেজোলিউশন ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।

পারফরম্যান্সের জন্য Moto X40 স্মার্টেরফোনে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এটি ১৬ জিবি পর্যন্ত LDDR5 র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত UFS 4.0 স্টোরেজ সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসেবে ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাই ইউআই ৫.০ কাস্টম স্কিন পাওয়া যাবে। অডিও ফ্রন্টের ক্ষেত্রে ডলবি অ্যাটমস সমর্থিত স্টেরিও স্পিকার সিস্টেম বিদ্যমান। কানেক্টিভিটি অপশন হিসাবে – ডুয়েল সিম, ৫জি, ব্লুটুথ ৫.৩, ওয়াই-ফাই ৬ই, জিপিএস, এনএফসি ও ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এই ফোনে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২৫ ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং ও ১৫ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। IP68 রেটিং প্রাপ্ত এই হ্যান্ডসেটে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন