ক্যামেরায় মিলবে বিশাল আপগ্রেড, আরও শক্তিশালী হয়ে ফিরছে Moto G Power 5G

মোটোরোলা প্রথম 2020 সালে Moto G Power স্মার্টফোনটি লঞ্চ করেছিল৷ কোম্পানিটি এই বছরের শুরুতে Moto G Power 5G (2024) এর সাথে লাইনআপটিকে রিফ্রেশ করে৷ এখন…

moto g power 5g 2025 render design specifications leaked

মোটোরোলা প্রথম 2020 সালে Moto G Power স্মার্টফোনটি লঞ্চ করেছিল৷ কোম্পানিটি এই বছরের শুরুতে Moto G Power 5G (2024) এর সাথে লাইনআপটিকে রিফ্রেশ করে৷ এখন একটি রিপোর্ট প্রকাশ করেছে যে Motorola আরেকটি G Power মডেলের ওপর কাজ করছে, যা আগামী বছর লঞ্চ হবে। একটি ছবিও ফাঁস হয়েছে, যা Moto G Power 5G (2024) এর তুলনায় একটি রিফ্রেশড ব্যাক ডিজাইন প্রকাশ করেছে।

Moto G Power 5G (2025) ফোনের রিয়ার ক্যামেরা সেটআপে একটি অতিরিক্ত ক্যামেরাও থাকতে পারে

91মোবাইলস প্রকাশনাটা Vegas XT2515-1 মডেল নম্বরের সাথে একটি আসন্ন মোটোরোলা ডিভাইসের কনসেপ্ট রেন্ডার শেয়ার করেছে। এই মডেল নম্বরটি মোটো জি পাওয়ার 5জি 2024 (XT2415-1)-এর সাথে সাদৃশ্যপূর্ণ। মডেল নম্বরে ’24’ এবং ’25’ সংখ্যাগুলি ডিভাইসগুলির লঞ্চের সালকে উপস্থাপন করে, যার ফলে অনুমান করা যায় যে, Vegas XT2515-1 হল Moto G Power 5G (2025)৷

Moto G Power 5G (2025)
Photo Credit: 91mobiles

ছবিটি দেখায় যে, ফোনটির রিয়ার প্যানেলে ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে, যা এবছরের মডেলের ডুয়েল-ক্যামেরা (50 মেগাপিক্সেলের প্রাইমারি + 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড) কনফিগারেশন থেকে একটি পরিবর্তন। এছাড়াও, ক্যামেরা আইল্যান্ডে মোটো এজ 50 প্রো ফোনের মতো সাম্প্রতিক এজ সিরিজের ডিভাইসগুলির মতো একটি রিফ্রেশড ডিজাইন রয়েছে।

সূত্রটি থেকে অনুমান করা যায় যে, রিয়ার প্যানেলটি ভিগান চামড়া দিয়ে তৈরি হতে পারে। যদিও ছবিটি কম-রেজোলিউশনের এবং উপাদানটি নিশ্চিত করা যায় না, তবে সাশ্রয়ী মূল্যের Moto G45 5G ফোনের রিয়ার প্যানেলে ভিগান চামড়ার ব্যবহার এটিকে যুক্তিযুক্ত করে তোলে।

এই পরিবর্তনগুলি সত্ত্বেও, ফোনটি তার পূর্বসূরির থেকে লক্ষণীয়ভাবে বড় চিন এবং একটি ফ্ল্যাট মিড ফ্রেম সহ একটি ফ্ল্যাট ডিসপ্লে বজায় রাখে। ফোনের সামনে এবং পাশ থেকে, ফোনের ডিজাইন অনেকাংশে অপরিবর্তিত রয়েছে।

বর্তমানে, Moto G Power 5G (2024) শুধুমাত্র উত্তর আমেরিকায় উপলব্ধ, বিশ্বের অন্যান্য মার্কেটে নয়। আসন্ন Moto G Power 5G (2025) ফোনটি বিশ্বব্যাপী উপলব্ধ হবে কিনা, তা অনিশ্চিত। এছাড়াও, আসন্ন Moto G Power ফোনের জন্য কোনও স্পেসিফিকেশন এখনও প্রকাশ করা হয়নি।

এবছরের মডেলটি ফুলএইচডি+ রেজোলিউশন সহ 6.7 ইঞ্চির আইপিএস এলসিডি স্ক্রিন অফার করে। এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। এই সবগুলি 5000 এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত, যা 30 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে৷

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন