Moto G Power 5G উচ্চমানের 120Hz ডিসপ্লে ও শক্তিশালী Dimensity 930 প্রসেসর সহ লঞ্চ হল

মোটোরোলা (Motorola) তাদের G-সিরিজের অধীনেএকটি নতুন স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে, যার নাম Moto G Power 5G। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে লঞ্চ করা হয়েছে এটি। গত…

মোটোরোলা (Motorola) তাদের G-সিরিজের অধীনে
একটি নতুন স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে, যার নাম Moto G Power 5G। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে লঞ্চ করা হয়েছে এটি। গত বছর ফেব্রুয়ারিতে লঞ্চ হওয়ায় Moto G Power 2022-এর উত্তরসূরি হিসেবে এসেছে ফোনটি৷ পুরনো ভার্সনের তুলনায় একাধিক ক্ষেত্রে বড় আপগ্রেড অফার করবে Moto G Power 5G৷ এতে ফুলএইচডি+ এলসিডি ডিসপ্লে, MediaTek Dimensity 930 চিপ, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। চলুন ফোনটির দাম এবং খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Moto G Power 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার এবং মূল্য

মোটো জি পাওয়ার ৫জি-এ পাঞ্চ-হোল কাটআউট সহ ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। নিরাপত্তার জন্য, পাওয়ার বাটনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে। পিছনে একটি ছোট আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল বর্তমান।

মোটো জি পাওয়ার ৫জি ৬ ন্যানোমিটার আর্কিটেকচারের ওপর ভিত্তি করে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০ প্রসেসর দ্বারা চালিত। সর্বাধিক ৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত। অতিরিক্ত স্টোরেজের জন্য, মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে। মোটো জি পাওয়ার ৫জি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে।

ফটোগ্রাফির জন্য, Moto G Power 5G-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স + একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। আর সামনে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Moto G Power 5G-তে স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

এছাড়া, মোটোরোলার এই নতুন স্মার্টফোনের কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে ৫জি, ডুয়েল ৪জি ভিওএলটিই, ওয়াইফাই, ব্লুটুথ ৫.৩, ইউএসবি-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, প্রভৃতি পাওয়া যাবে।

Moto G Power 5G-এর মূল্য এবং লভ্যতা

আমেরিকায় Moto G Power 5G-এর বেস ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৯৯.৯৯ ডলার (প্রায় ২৪,৫৫০ টাকা)। তবে এর উচ্চতর ৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি দাম এই মুহূর্তে অজানা। ফোনটি ভারতে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায় না।