Moto G04 ও Moto G24 সস্তায় দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হল, রয়েছে 5000mAh ব্যাটারি ও বড় ডিসপ্লে

Motorola আজ (২৩শে জানুয়ারি) তাদের G-সিরিজের অধীনে ইউরোপের বাজারে দুটি নতুন হ্যান্ডসেট লঞ্চ করল, যাদের নাম Moto G04 এবং...
SUMAN 23 Jan 2024 4:30 PM IST

Motorola আজ (২৩শে জানুয়ারি) তাদের G-সিরিজের অধীনে ইউরোপের বাজারে দুটি নতুন হ্যান্ডসেট লঞ্চ করল, যাদের নাম Moto G04 এবং Moto G24। উভয় মডেলই এন্ট্রি-লেভেলের অন্তর্গত। এক্ষেত্রে ভারতীয় মূল্যে হিসাব করলে ফোন দুটির দাম ১১,৭০০ টাকারও কম। হ্যান্ডসেট দুটি প্রায় ভিন্ন ফিচার অফার করে। Moto G04 মডেলটি এসেছে - ইউনিসক টি৬০৬ চিপসেট, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে প্যানেল, ১৬ মেগাপিক্সেলের একক রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে‌। অন্যদিকে, Moto G24 ফোনে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং ১৫ ওয়াট টার্বোপাওয়ার চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে। চলুন নয়া Moto G04 এবং Moto G24 স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

Moto G24 স্পেসিফিকেশন ও ফিচার

মোটো জি২৪ স্মার্টফোনে ৬.৬-ইঞ্চির এইচডি প্লাস LCD ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫৩৭ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এতে মালি জি৫২ জিপিইউ এবং মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে ৪ জিবি/৮ জিবি LPDDR4X র‍্যাম এবং ১২৮ জিবি eMMC 5.1 রম মিলবে। ফোনটি ৮ জিবি পর্যন্ত র‍্যাম বুস্ট ফিচার সাপোর্ট করে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো সম্ভব। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক মাইইউএক্স কাস্টম স্কিনে রান করে। এছাড়া সিকিউরিটি ফিচার হিসাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে।

ক্যামেরা বিভাগের কথা বললে, Moto G24 স্মার্টফোনে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং শুটার। তদুপরি ভালো অডিও আউটপুটের জন্য ডলবি অ্যাটমস সমর্থিত স্টেরিও স্পিকার সেটআপ আছে। কানেক্টিভিটি অপশন হিসাবে সামিল থাকছে - ডুয়াল সিম স্লট, ৪জি, ওয়াই-ফাই ৮০২.১১ এসি, ব্লুটুথ ৫.০, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিমি অডিও জ্যাক। মোটোরোলার এই ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি উপস্থিত, যা ১৫ ওয়াট টার্বোপাওয়ার চার্জিং সাপোর্ট করে। আর IP52 রেটিং প্রাপ্ত এই মডেলের পরিমাপ ১৬৩×৭৫×৭.৯৯ মিমি এবং ওজন ১৮০ গ্রাম।

Moto G04 স্পেসিফিকেশন ও ফিচার

মোটোরোলা মোটো জি০৪ স্মার্টফোনে দেখা যাবে ৬.৬-ইঞ্চির এইচডি প্লাস LCD ডিসপ্লে প্যানেল, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং উচ্চ ব্রাইটনেস মোড সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এটি মালি জি৫৭ জিপিইউ এবং ইউনিসক টি৬০৬ প্রসেসর সহ এসেছে। অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক মাইইউএক্স কাস্টম স্কিন চালিত এই ফোনে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ পাওয়া যাবে। আর এই ডিভাইসে ৪ জিবি পর্যন্ত র‍্যাম বুস্ট ফিচার সাপোর্ট করে। আবার নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা মিলবে।

Moto G04 স্মার্টফোনে LED ফ্ল্যাশ সহ ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি শুটার রয়েছে। এতে ডলবি অ্যাটমস সমর্থিত স্টেরিও স্পিকার সিস্টেম বর্তমান। আবার কানেক্টিভিটির জন্য - ডুয়াল সিম স্লট, ৪জি, ওয়াই-ফাই ৮০২.১ এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস, এবং ৩.৫ মিমি অডিও জ্যাক অন্তর্ভুক্ত থাকছে। তদুপরি পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ১০ ওয়াট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনের পরিমাপ ১৬৩.৪৯×৭৪.৫৩×৭.৯৯ মিমি এবং ওজন ১৮০ গ্রাম। Moto G04 IP52 রেটিং প্রাপ্ত, ফলে ধুলো এবং স্প্ল্যাশ প্রতিরোধী।

Moto G04 এবং Moto G24 স্মার্টফোনের দাম

ইউরোপের বাজারে Moto G04 এবং Moto G24 স্মার্টফোনের দাম যথাক্রমে ১১৯ ইউরো (ভারতীয় মূল্যে প্রায় ১০,৭৭০ টাকা) ও ১২৯ ইউরো (প্রায় ১১,৬৮০ টাকা) রাখা হয়েছে। এক্ষেত্রে প্রথম মডেলটি - কনকর্ড ব্ল্যাক, সি গ্রিন, সাটিন ব্লু এবং সানরাইজ অরেঞ্জ কালারে পাওয়া যাবে। আর দ্বিতীয় হ্যান্ডসেটটি ম্যাট চারকোল, আইস গ্রিন, ব্লুবেরি এবং পিঙ্ক ল্যাভেন্ডার কালার ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে।

সংস্থার জি-সিরিজের এই নয়া স্মার্টফোনগুলি ইতিমধ্যেই ইউরোপে বিক্রি করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এগুলিকে মধ্যপ্রাচ্য, আমেরিকা এবং এশিয়ার নির্বাচিত অঞ্চলে লঞ্চ করা হবে। যদিও Moto G04 এবং Moto G24 স্মার্টফোন ভারতে কবে নাগাদ আত্মপ্রকাশ করবে বা আদৌ করবে কিনা তা এখনো জানা সম্ভব হয়নি।

Show Full Article
Next Story