Moto G05 ও Moto G15 ফোনের ছবি ফাঁস, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ থাকবে ২৫৬ জিবি মেমোরি
মোটোরোলা শীঘ্রই বাজারে আনছে এন্ট্রি-লেভেল জি-সিরিজের অধীনে Moto G05 এবং Moto G15 স্মার্টফোনগুলি। লঞ্চের আগে এখন হ্যান্ডসেট দুটির রেন্ডার অনলাইনে প্রকাশিত হয়েছে।
মোটোরোলা তাদের এন্ট্রি-লেভেল জি-সিরিজের অধীনে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ আসন্ন এই হ্যান্ডসেটগুলি হল Moto G05 এবং Moto G15। এগুলি চলতি নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বর মাসের শুরুতে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। এই মোটোরোলা ফোনগুলির লক্ষ্য হল বাজারে প্রতিযোগিতামূলক প্রাইস পয়েন্ট বজায় রেখে তাদের পূর্বসূরিদের তুলনায় একটি যুক্তিসঙ্গত আপগ্রেড প্রদান করা। উল্লেখযোগ্যভাবে, মোটো জি১৫ এবং মোটো জি০৫ হবে প্রথম মোটোরোলা ফোন, যেগুলিতে গুগলের লেটেস্ট অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড ১৫ প্রি-ইন্সটল করা থাকবে। লঞ্চের আগে এখন এই দুই হ্যান্ডসেটের রেন্ডার প্রকাশ্যে এসেছে, যা এগুলির ডিজাইন সম্পর্কে আভাস দিয়েছে।
ফাঁস হল Moto G15 ও Moto G05 ফোনের রেন্ডার
মোটো জি১৫ এবং মোটো জি০৫ মডেলের ডিজাইনটি মোটোরোলার সাম্প্রতিক মডেলগুলির মতোই হবে। অর্থাৎ, এগুলি মোটো জি৭৫, মোটোরোলা এজ ৫০ নিও এবং থিঙ্কফোন ২৫-এর সাথে সাদৃশ্য বহন করবে এবং পূর্বসূরি মোটো জি১৪ ও মোটো জি০৪ মডেলের থেকে অত্যাধুনিক হবে। হ্যান্ডসেটগুলির পিছনের প্যানেলে ভিগান লেদার ফিনিশও রয়েছে বলে মনে হচ্ছে, যা প্রিমিয়াম লুক যোগ করে।
ক্যামেরা, কালার ও স্টোরেজ ভ্যারিয়েন্ট
ক্যামেরার ক্ষেত্রে, মোটো জি১৫ এবং মোটো জি০৫ উভয় ফোনেই একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে যা একটি সেকেন্ডারি সেন্সরের সাথে যুক্ত হবে। এটি বাজেট-সচেতন ব্যবহারকারীদের জন্য উপযুক্ত ফটোগ্রাফির অভিজ্ঞতা প্রদান করবে। এছাড়াও, ফোনগুলির সামনের দিকে পাঞ্চ-হোলের মধ্যে ক্যামেরা এবং ডানদিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবস্থান করবে। মোটো জি১৫ গ্রে এবং গ্রিন শেডে পাওয়া যাবে এবং এটি ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ ৪ জিবি ও ৮ জিবি র্যাম ভ্যারিয়েন্ট অফার করবে বলে নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে, মোটো জি০৫ অরেঞ্জ, গ্রে এবং গ্রিন কালারে পাওয়া যাবে। ডিভাইসটি ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পগুলি অফার করবে। যদিও মোটো জি০৫ ফোনের ৮ জিবি র্যাম ভ্যারিয়েন্ট থাকবে বলে এখনও নিশ্চিত করা হয়নি, তবে এর পূর্বসূরি মোটো জি০৪ এই বিকল্পটি অফার করে, তাই আশা করা যায় ফোনটি এই র্যাম ক্ষমতার সাথে আসবে।
জানিয়ে রাখি, মোটো জি১৫ হ্যান্ডসেটটিকে সম্প্রতি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে দেখা গেছে, যেখানে এটি সিঙ্গেল-কোর টেস্টে ৩৪০ এবং মাল্টি-কোর টেস্টে ১,৩১১ পয়েন্ট স্কোর করেছে। যদিও এই স্কোরগুলি মোটো জি১৪ (৪৪৭ এবং ১,৫৭৭ পয়েন্ট) মডেলের বেঞ্চমার্ক স্কোরের থেকে কম, তবে এই পার্থক্যটি গিকবেঞ্চের ভিন্ন সংস্করণ ব্যবহার করার ফলে হতে পারে। মোটো জি১৫ গিকবেঞ্চে ১.৭ গিগাহার্টজ বেস ক্লক স্পিড ও (৬+২) কোর ক্লাস্টার নিয়ে গঠিত একটি প্রসেসর এবং ৪ জিবি র্যামের সাথে তালিকাভুক্ত হয়েছে।
প্রসঙ্গত, মোটো জি১৪ এবং মোটো জি০৪ যথাক্রমে ইউনিসক টি৬১৬ এবং ইউনিসক টি৬০৬ প্রসেসর দ্বারা চালিত। উভয় ফোনই ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারিতে চলে। যদিও মোটো জি১৪ ফোনটি ৬.৫ ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে অফার করে, তবে আরও সাশ্রয়ী মূল্যের মোটো জি০৪ মডেলে সামান্য বড় (৬.৫৬ ইঞ্চি) এইচডি+ (৭২০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে। এগুলিও যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি, মোটো জি০৪ ফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ সংস্করণটি বর্তমানে ফ্লিপকার্ট (Flipkart)-এ মাত্র ৭,৯৯৯ টাকায় উপলব্ধ।
মোটোরোলা শীঘ্রই বাজারে আনছে এন্ট্রি-লেভেল জি-সিরিজের অধীনে Moto G05 এবং Moto G15 স্মার্টফোনগুলি। লঞ্চের আগে এখন হ্যান্ডসেট দুটির রেন্ডার অনলাইনে প্রকাশিত হয়েছে।