৫০ মেগাপিক্সেল ক্যামেরার সস্তা ফোন Moto G13-এর প্রথম সেল আজ, মাসিক কিস্তিতে কেনার সুযোগ

গত মাসের শেষে iPhone এর মতো সুন্দর ডিজাইন নিয়ে ভারতে লঞ্চ হয়েছিল Moto G13। আজ ফোনটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। দুপুর ১২টায়…

গত মাসের শেষে iPhone এর মতো সুন্দর ডিজাইন নিয়ে ভারতে লঞ্চ হয়েছিল Moto G13। আজ ফোনটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। দুপুর ১২টায় ই-কমার্স সাইট Flipkart থেকে ডিভাইসটি কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন। আর বৈশিষ্ট্যের কথা বললে, Moto G13 ফোনে পাওয়া যাবে এইচডি+ এলসিডি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Moto G13-এর দাম ও সেল অফার

ভারতে Moto G13-এর ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৪৯৯ টাকা, আর ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। এটি দুটি কালারে পাওয়া যাবে – ম্যাট চারকোল বা ল্যাভেন্ডার ব্লু।

সেল অফার হিসেবে, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা মোটো জি১৩ এর উপর ৫ শতাংশ ছাড় পাবেন। আবার রয়েছে এক্সচেঞ্জ অফার। এছাড়া মাসিক কিস্তিতেও ফোনটি কেনা যাবে।

Moto G13-এর স্পেসিফিকেশন ও ফিচার

মোটো জি১৩ ফোনের সামনে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (১,৬০০ x ৭২০ পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

পারফরম্যান্সের জন্য মোটো জি১৩ ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট। এই বাজেট ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে।এতে সিকিউরিটির জন্য পাওয়া যাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

পাওয়ার ব্যাকআপের জন্য Moto G13 ফোনে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, মাইক্রো এসডি কার্ড স্লট, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস ও ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। সাশ্রয়ী মূল্যে আসা সত্ত্বেও, Moto G13 ডলবি অ্যাটমস-সাপোর্টেড ডুয়েল স্টেরিও স্পিকার অফার করে।