Moto G15: দশ হাজার টাকার কমে 5200mAh ব্যাটারি সহ 8GB র্যাম, মোটো ফোনের ফিচার প্রকাশ্যে এল
Moto G15 ডিভাইসে 5200mAh ব্যাটারি দেওয়া হবে, যা G14 এর 5000mAh ব্যাটারি থেকে কিছুটা পাওয়ারফুল। নতুন স্মার্টফোনে 18W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Motorola এবার গ্লোবাল মার্কেটে Moto G15 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। যদিও এর লঞ্চের তারিখ এখনও জানা যায়নি। তবে টিপস্টার সুধাংশু আজ মোটো G14 এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস করেছেন। এছাড়া জানা গেছে ডিভাইসটি 10,000 টাকারও কম দামে লঞ্চ হবে। টিপস্টারের দাবি সঠিক হলে Moto G15 পারফরম্যান্স, ডিসপ্লে এবং ক্যামেরার ক্ষেত্রে দুর্দান্ত আপগ্রেড দেখাবে।
Moto G15 এর স্পেসিফিকেশন ফাঁস
বড় ডিসপ্লে: মোটো G15 ফোনে 6.72 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে, যা মোটো G14 এর 6.5 ইঞ্চি ডিসপ্লের চেয়ে সামান্য বড়। এই ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি 391 পিপিআই। স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস 3 ব্যবহার করা হবে এবং এই ডিসপ্লে 86.71 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করবে
পাওয়ারফুল প্রসেসর: মোটো G15 ডিভাইসে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি G81 Ultra চিপসেট থাকবে, যা মোটো G14 এর Unisoc T616 চিপসেটের আরও শক্তিশালী। আসন্ন ফোনটি 8 জিবি এলপিডিডিআর4এক্স র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে। উল্লেখ্য মোটো G14 মাত্র 4GB RAM এবং 128GB স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছিল।
50 মেগাপিক্সেল প্রধান রিয়ার ক্যামেরা
ফটোগ্রাফির জন্য মোটো G15 এর পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা যাবে। যার মধ্যে এফ/1.8 অ্যাপারচার সহ 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/2.4 অ্যাপারচার সহ 5-মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স থাকবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং পাওয়া যাবে।
দ্রুত চার্জিংয়ের সঙ্গে বড় ব্যাটারি
গিকবেঞ্চ লিস্টিং এর আগে প্রকাশ করেছিল যে ফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলবে, যেখানে ব্যবহারকারীরা নতুন ফিচার পাবে। আর মোটো G15 ডিভাইসে 5200mAh ব্যাটারি দেওয়া হবে, যা G14 এর 5000mAh ব্যাটারি থেকে কিছুটা পাওয়ারফুল। নতুন স্মার্টফোনে 18W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Moto G15 ডিভাইসে 3.5mm হেডফোন জ্যাক সহ বেশ কয়েকটি কানেক্টিভিটি ফিচার অন্তর্ভুক্ত থাকবে। এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্প্ল্যাশ প্রতিরোধের জন্য আইপি 54 রেটিং পাওয়া যাবে। আবার প্রিমিয়াম টাচ দেওয়ার জন্য এতে ভেগান লেদার ফিনিস থাকবে।
Moto G15 ডিভাইসে 5200mAh ব্যাটারি দেওয়া হবে, যা G14 এর 5000mAh ব্যাটারি থেকে কিছুটা পাওয়ারফুল। নতুন স্মার্টফোনে 18W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।