Moto G32 Sale: আজ থেকে সেল শুরু, 7000 টাকা ছাড়ে 50MP ক্যামেরা ও 8GB র্যামের ফোন
Moto G32 এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কয়েকদিন আগে ভারতে লঞ্চ হয়েছিল। আজ প্রথমবার এটি সেলে বিক্রির...Moto G32 এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কয়েকদিন আগে ভারতে লঞ্চ হয়েছিল। আজ প্রথমবার এটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হচ্ছে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট ও মোটো স্টোর থেকে এটি কেনা যাবে। ক্রেতারা Moto G32 এর সাথে আকর্ষণীয় ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারবেন। উল্লেখ্য, ফোনটি গত বছর আগস্ট মাসে ভারতে এসেছিল। তখন এতে ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ছিল।
Moto G32 এর সেল শুরু আজ থেকে
ফ্লিপকার্ট থেকে জানা গেছে, মোটো জি৩২ এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ১৮,৯৯৯ টাকা। তবে ৩৬ শতাংশ ডিসকাউন্টের পর এটি ১১,৯৯৯ টাকায় কেনা যাবে।
লঞ্চ অফার হিসেবে, SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা এই ফোনের উপর ১০ শতাংশ ছাড় পাবেন। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে মোটো জি৩২ কিনলে ৫ শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে।
এদিকে পুরানো ফোন এক্সচেঞ্জ করে নতুন মোটো ফোন কিনলে ৯,০০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। তবে মনে রাখবেন পুরানো ফোনের বর্তমান অবস্থা, ব্র্যান্ডের নাম ও মডেল নম্বরের উপর ডিসকাউন্ট ভ্যালু নির্ভর করে।
Moto G32 এর স্পেসিফিকেশন ও ফিচার
Moto G32 এর সামনে দেখা যাবে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।
পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলে। পাওয়ার ব্যাকআপের জন্য Moto G32 ফোনে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
এছাড়া এই স্মার্টফোনটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সামিল রয়েছে ইউএসবি-সি পোর্ট, ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি, ডুয়েল ৪জি ভিওএলটিই। আর সিকিউরিটির জন্য Moto G32 ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এবং এটি আইপি-৫২ (IP-52) স্প্ল্যাশ-প্রতিরোধী রেটিং প্রাপ্ত।