দুর্দান্ত ডিসপ্লের সাথে 50 মেগাপিক্সেল ক্যামেরা, Moto G34 5G বাজেটের মধ্যে লঞ্চ হল

Motorola আজ (২২শে ডিসেম্বর) চীনের বাজারে Moto G34 5G নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল। এটি বাজেট-রেঞ্জের অধীনে এসেছে...
SUPARNA 22 Dec 2023 4:21 PM IST

Motorola আজ (২২শে ডিসেম্বর) চীনের বাজারে Moto G34 5G নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল। এটি বাজেট-রেঞ্জের অধীনে এসেছে এবং একাধিক উল্লেখযোগ্য ফিচার অফার করে। যেমন এতে - ১২০ হার্টজ রিফ্রেশ রেটের HD+ IPS LCD ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, কোয়ালকমের চিপসেট, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম ওএস, ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত স্টেরিও স্পিকার সিস্টেম, এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। সর্বোপরি ডিভাইসটিতে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম ফিচারও সাপোর্ট করে। চলুন নয়া Moto G34 5G স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক…

Moto G34 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার

মোটোরোলা মোটো জি৩৪ ৫জি স্মার্টফোনে ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ১৯.৯:৯ এসপেক্ট রেশিও এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এর কাটআউটের ভিতর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা (অ্যাপারচার: এফ/২.৪) অবস্থিত। আবার ডিভাইসের রিয়ার প্যানেলে এলইডি ফ্ল্যাশ লাইট সহ ডুয়েল ক্যামেরা ইউনিট রয়েছে। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স (অ্যাপারচার: এফ/২.৪)।

Moto G34 5G স্মার্টফোন ৬এনএম প্রসেসিং নোড ভিত্তিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসরের সাথে এসেছে। এই চিপসেট - ২.২ গিগাহার্টজ ভিত্তিক দুটি কায়রো ৬৬০ গোল্ড (কর্টেক্স এ৭৮) কোর, ১.৮ গিগাহার্টজ ভিত্তিক ছয়টি কায়রো ৬৬০ সিলভার (কর্টেক্স এ৫৫) কোর এবং অ্যাড্রেন ৬১৯ জিপিইউ সাপোর্ট করে। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাই ইউআই ৬.০ কাস্টম স্কিন পাওয়া যাবে। এতে ৮ জিবি LDDR4X র‍্যাম এবং ১২৮ জিবি UFS 2.2 স্টোরেজ রয়েছে। যদিও ফোনটি অতিরিক্তভাবে আরো ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম ফিচারও সাপোর্ট করে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি সম্প্রসারনযোগ্য।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, নবাগত এই হ্যান্ডসেট ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত স্টেরিও স্পিকার সিস্টেম সহ লঞ্চ হয়েছে। সিকিউরিটি ফিচার হিসেবে এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং সফ্টওয়্যার-ভিত্তিক ফেস আনলক ফিচারের সুবিধা পাওয়া যাবে। তদুপরি কানেক্টিভিটির জন্য এতে ৫জি, ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন/এসি, ব্লুটুথ ৫.৩, হটস্পট, গ্লোনাস, এনএফসি,জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত থাকছে৷ পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে Moto G34 5G স্মার্টফোনে ১৮ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এর পরিমাপ ১৬২.৭×৭৪.৬×৮ মিমি এবং ওজন ১৭৯ গ্রাম।

Moto G34 5G স্মার্টফোনের দাম

মোটোরোলা মোটো জি৩৪ ৫জি স্মার্টফোন ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। চীনা বাজারে এই ভ্যারিয়েন্টের দাম ৯৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ১১,৭০০ টাকা) রাখা হয়েছে। আগামী ২৮শে ডিসেম্বর থেকে চীনে এই ফোনের সেল শুরু হবে। এটি - স্টার ব্ল্যাক এবং সি ব্লু কালার বিকল্পে এসেছে।

জানা গেছে, লেনোভো (Lenovo) মালিকানাধীন এই ব্র্যান্ড তাদের এই নয়া হ্যান্ডসেটের ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত আরেকটি বেস ভ্যারিয়েন্টও পরবর্তী সময়ে ঘোষণা করবে। একটি ফিনিশ রিটেলার ওয়েবসাইট ভুলবশত এই ভ্যারিয়েন্টটির দাম প্রকাশ্যে এনেছে। এর দাম ১৮৯ ইউরো (প্রায় ১৭,২০০ টাকা) ধার্য করা হতে পারে।

প্রসঙ্গত সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, মোটোরোলা ইউরোপের বাজারে খুব শীঘ্রই মোটো জি৩৪ ৫জি স্মার্টফোন লঞ্চ করবে। তবে ভারতে ডিভাইসটি কবে আত্মপ্রকাশ করবে তা এখনো অজানা।

Show Full Article
Next Story