খুব শীঘ্রই নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Motorola। এই ফোনের নাম হবে Moto G35 5G। ইতিমধ্যেই একে গিকবেঞ্চ, টিইউভি, ইইউটি, এফসিসি, ইইসি, আইএমইআই এবং উল ডেমকো সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে খুঁজে পাওয়া গেছে। এই সাইটগুলি থেকে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আশা করা যায় Moto G35 5G ভারতে ১০ হাজার টাকার রেঞ্জে পাওয়া যাবে।
Moto G35 5G হবে Moto G34 ফোনের উত্তরসূরি
এখনো মোটো জি৩৫ ৫জি ফোনের লঞ্চের তারিখ বা দাম জানা না গেলেও, এতগুলি সাইটে উপস্থিত হওয়ার অর্থ হ্যান্ডসেটটি শীঘ্রই বাজারে আসফে। মোটো জি৩৫ ৫জি এর গ্লোবাল ভেরিয়েন্টটি ST2433-1, XT2433-2, XT2433-3, XT2433-4, এবং XT2433-5 মডেল নম্বর সহ সার্টিফিকেশন সাইটগুলিতে স্থান পেয়েছে।
Motorola Moto G35 5G সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আনল Geekbench
গিকবেঞ্চ লিস্টিংয়ে Motorola Moto G35 5G স্মার্টফোনটি সিঙ্গেল কোর টেস্টে ৭৪৩ পয়েন্ট এবং মাল্টিকোর টেস্টে ২৩৬৩ পয়েন্ট অর্জন করেছে। জানা গেছে এই 5G ফোনটি ৮ জিবি র্যাম সহ বাজারে আসবে। এদিকে টিইউভা সার্টিফিকেশন সাইট অনুযায়ী, Moto G35 5G হ্যান্ডসেটে ২০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।
পারফরম্যান্সের জন্য এতে ২.০০ গিগাহার্টজ ক্লক রেটের চারটি কোর এবং ২.২১ গিগাহার্টজ চারটি কোর সহ অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হবে। এটি ইউনিসক টি৭৬০ প্রসেসর হতে পারে, যারসাথে মালি জি৫৭ জিপিইউ যুক্ত থাকবে। অপারেটিং সিস্টেমের কথা বললে, নতুন Motorola ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম স্কিনে চলবে।