Moto G35: আজ লঞ্চ হচ্ছে সেগমেন্টের সবচেয়ে দ্রুত 5G স্মার্টফোন, 10 হাজার টাকার কম দামে এত কিছু
Moto G35 Launch Today মোটোরোলা আজ ভারতে একটি বাজেট স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কম দামে দারুণ সব ফিচারের সঙ্গে Moto G35 আনছে সংস্থাটি। লঞ্চের আগে, এর জন্য মাইক্রোসাইটটি ফ্লিপকার্টে লাইভ হয়েছে। যেখানে এর স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। ফোনটি ভেগান লেদার ফিনিশ সহ লঞ্চ হবে। এটি তিনটি রঙের অপশন সহ আসবে।
মোটোরোলা আজ ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। Moto G35 নামের এই ডিভাইসকে কোম্পানির তরফে সেগমেন্টের দ্রুততম 5G ফোন বলে দাবি করেছে। ফ্লিপকার্টের মাইক্রোসাইট থেকে জানা গেছে যে, এই স্মার্টফোনে 12 টি 5G ব্যান্ড থাকবে, যা নিরবচ্ছিন্ন কানেক্টিভিটির সাথে আরও ভাল ব্যবহারকারীর অভিজ্ঞতা দেবে। আর আসন্ন এই 5G ফোনের দাম 10,000 টাকার কম রাখা হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া প্রিমিয়াম ভেগান লেদার ডিজাইনের সাথে তিনটি কালার অপশনে ডিভাইসটি পাওয়া যাবে। এই স্মার্টফোনে কী স্পেসিফিকেশন থাকতে পারে আসুন দেখে নেওয়া যাক।
সেগমেন্টের সবচেয়ে দ্রুত 5G ফোন
মোটোরোলার মতে, Moto G35 এই সেগমেন্টের দ্রুততম ফোন হবে। পারফরম্যান্সের জন্য এতে ইউনিসোক T760 চিপসেট ব্যবহার করা হবে। সঙ্গে থাকবে 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ। এছাড়াও থাকবে 12 জিবি পর্যন্ত র্যাম বুস্ট করার সুবিধা।
ডিসপ্লে
Moto G35 এর ডিসপ্লে সাইজ থাকবে 6.7 ইঞ্চি এবং এই ডিসপ্লে রিফ্রেশ রেট 120Hz। এতে ভিশন বুস্টার এবং নাইট ভিশনের মতো মোডও পাওয়া যেতে পারে। আবার এই ডিসপ্লে 240Hz টাচ স্যাম্পলিং রেট অফার করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য পাওয়া যাবে কর্নিং গরিলা গ্লাস 3।
16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
ফটোগ্রাফির জন্য মোটো G35 ডিভাইসের রিয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা যাবে। এর প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকবে 50 মেগাপিক্সেল সেন্সর, যা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড দেওয়া হবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সাউন্ডের জন্য এতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়াল স্টেরিও স্পিকার থাকবে।
ব্যাটারি এবং চার্জিং সাপোর্ট
এই মোটোরোলা স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হবে যা 20W চার্জিং সাপোর্ট করে। ধুলো এবং জল থেকে সুরক্ষা দিতে এর বডি IP52 রেটিং প্রাপ্ত হবে। এটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলবে।
Moto G35 Launch Today মোটোরোলা আজ ভারতে একটি বাজেট স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কম দামে দারুণ সব ফিচারের সঙ্গে Moto G35 আনছে সংস্থাটি। লঞ্চের আগে, এর জন্য মাইক্রোসাইটটি ফ্লিপকার্টে লাইভ হয়েছে। যেখানে এর স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। ফোনটি ভেগান লেদার ফিনিশ সহ লঞ্চ হবে। এটি তিনটি রঙের অপশন সহ আসবে।