Motorola বর্তমান সময়ে কম দামে ফিচারে ঠাসা স্মার্টফোন বাজারে আনছে। সংস্থাটির G সিরিজের ফোন ভারতে যথেষ্ট জনপ্রিয়। এবার এই সিরিজের অধীনেই নতুন ডিভাইস লঞ্চ করতে চলেছে সংস্থাটি। মোটোরোলার আসন্ন এই স্মার্টফোনের নাম Moto G45 5G। সংস্থাটি দীর্ঘদিন ধরে এই ফোনের ফিচার সামনে আনছিল এবং আজ এর লঞ্চের তারিখ নিশ্চিত করেছে।
Moto G45 5G ফোনের ভারতে দাম থাকবে ১৫ হাজার টাকার কম
জানা গেছে ভারতে অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট থেকে মোটো জি৪৫ ৫জি কেনা যাবে। ইতিমধ্যেই ডিভাইসটি ফ্লিপকার্টে তালিকাভুক্ত হয়েছে এবং এখান থেকে লঞ্চের তারিখ সহ এর ফিচার সামনে এসেছে। মনে করা হচ্ছে, এই ফোনের দাম ১৫,০০০ টাকার কম রাখা হবে।
এই দিনে ভারতে লঞ্চ হবে Moto G45 5G
২১ অগাস্ট দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে মোটো জি৪৫ ৫জি। ফ্লিপকার্টের মাইক্রোসাইট থেকে জানা গেছে এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে এবং ফোনটি প্রিমিয়াম ফিনিশ ডিজাইন অফার করবে। ডিভাইসটি লাল, নীল ও সবুজ রঙে কেনা যাবে।
Moto G45 5G স্মার্টফোনের প্রত্যাশিত স্পেসিফিকেশন
মোটোরোলার নতুন বাজেট ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন সহ ৬.৫ ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। ল্যাগ-ফ্রি পারফরম্যান্সের জন্য, Moto G45 5G হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে, যার সাথে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত থাকবে।
স্মার্টফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন লঞ্চের দিন জানা যাবে। আমাদের ওয়েবসাইটেই আপনি মোটোরোলার নতুন ফোন সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবেন।