Moto G45 5G ভারতে লঞ্চ হল, মাত্র 9,999 টাকায় 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার

Motorola আজ ভারতে তাদের নতুন এবং সাশ্রয়ী মূল্যের 5G ফোন Moto G45 5G লঞ্চ করল, এর দাম রাখা হয়েছে 10 হাজার টাকার কাছাকাছি। ফিচারের কথা…

Moto G45 5G launched in india price starting rs 9999 sale date Specifications

Motorola আজ ভারতে তাদের নতুন এবং সাশ্রয়ী মূল্যের 5G ফোন Moto G45 5G লঞ্চ করল, এর দাম রাখা হয়েছে 10 হাজার টাকার কাছাকাছি। ফিচারের কথা বললে, এই স্মার্টফোনে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন প্রসেসর, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 5,000mAh ব্যাটারি। লঞ্চ অফারে এই ডিভাইসটি 9,999 টাকা থেকে কেনা যাবে বলে Motorola জানিয়েছে।

Moto G45 5G এর দাম ও সেল অফার

মোটো জি45 5জি দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে – 4 GB + 128 GB এবং 8 GB + 128 GB। এর মধ্যে 4 জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম 10,999 টাকা। আবার এর 8 জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের জন্য 12,999 টাকা খরচ করতে হবে।

আগামী 28 আগস্ট দুপুর 12টা থেকে ফোনটির সেল শুরু হবে। এই সেলে হাজার টাকা ছাড়ে মোটো জি45 5জি কেনা যাবে। এই ছাড়ের জন্য আপনাকে অ্যাক্সিস বা আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। ব্যাঙ্ক অফারের সঙ্গে ডিভাইসকির প্রাথমিক মূল্য হবে 9,999 টাকা। এটি তিনটি রঙের বিকল্পে এসেছে – ভিভা ম্যাজেন্টা, ব্রিলিয়ান্ট ব্লু এবং ব্রিলিয়ান্ট গ্রিন।

Moto G45 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

Moto G45 5G স্মার্টফোনে 1600×720 পিক্সেল রেজোলিউশনের 6.5 ইঞ্চি এইচডি + ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর পিক ব্রাইটনেস লেভেল 500 নিট পর্যন্ত। ডিসপ্লের প্রোটেকশনের জন্য গরিলা গ্লাস 3 দেওয়া হয়েছে। এতে 8GB পর্যন্ত LPDDR4x RAM এবং 128GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য ডিভাইসে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 6এস জেন 3 প্রসেসর।

ক্যামেরার কথা বললে Moto G45 5G ফোনের পিছনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ দুটি ক্যামেরা। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। মোটোরোলার এই নতুন ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অপারেটিং সিস্টেমের কথা বললে, হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক মাইইউএক্সে কাস্টম স্কিনে চলবে। সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। সাউন্ডের জন্য এতে ডলবি অ্যাটমস সাপোর্ট করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন