দাম কমল 50MP ক্যামেরাযুক্ত এই Motorola ফোনের, তাড়াতাড়ি কিনে ফেলুন, অফার শেষ হচ্ছে আগামী পরশু

গতপরশু অর্থাৎ ১৩ই এপ্রিল থেকে Flipkart-এ 'Summer Saver Days' সেল শুরু হয়েছে, আর প্রতিবারের মত এই সেলে বিভিন্ন প্রোডাক্ট...
Anwesha Nandi 15 April 2023 8:29 PM IST

গতপরশু অর্থাৎ ১৩ই এপ্রিল থেকে Flipkart-এ 'Summer Saver Days' সেল শুরু হয়েছে, আর প্রতিবারের মত এই সেলে বিভিন্ন প্রোডাক্ট সস্তায় কেনার সুযোগ মিলছে, মায় স্মার্টফোনও। এমত পরিস্থিতিতে আপনি যদি নতুন মোবাইল হ্যান্ডসেট কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই গ্রীষ্মকালীন বিক্রয়পর্বের একটি অফার আপনার দারুণ কাজে আসবে। আসলে এই মুহূর্তে Motorola G সিরিজের একটি স্মার্টফোন মাত্র ৫৪৯ টাকায় মানে একটি হেডফোনের দামে কেনার সুযোগ দিচ্ছে Flipkart। এক্ষেত্রে Moto G52 মডেলটি কিনলে ফ্ল্যাট ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার ইত্যাদি কাজে লাগিয়ে এই সাশ্রয় করা যাবে। কিন্তু মনে রাখবেন, আগামী ১৭ই এপ্রিল পর্যন্ত এই সেল লাইভ থাকবে, তাই হাতে থাকা এই দুদিন সময়ের মধ্যে অফারটির ফায়দা তুলতে হবে।

এখন হেডফোনের দামে কেনা যাবে মিড রেঞ্জার Moto G52

মোটোরোলার মোটো জি৫২ ফোনটির ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম এমনিতে ১৯,৯৯৯ টাকা, তবে ফ্লিপকার্ট সামার সেভার ডেজ সেলে এটি ১২,৯৯৯ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Flipkart Axis Bank)-এর কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ৫% ক্যাশব্যাক পাওয়া যাবে। আবার এক্সচেঞ্জ অফারে এতে ১২,৪৫০ টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে। মানে সব অফার কাজে লাগানো সম্ভব হলে এই মোটো হ্যান্ডসেট কেনার জন্য খরচ হবে ৫৪৯ টাকা। নিঃসন্দেহে এ এক আকর্ষণীয় অফার!

Moto G52 ফোনের স্পেসিফিকেশন

মোটো জি৫২ ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট বিশিষ্ট ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন ২,৪০০×১০৮০ পিক্সেল) ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দেওয়া হয়েছে, যেখানে এটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা অফার করবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য হ্যান্ডসেটটির ইউজাররা পাবেন ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তিসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া সফ্টওয়্যার হিসেবে এই মোটো ফোনে অ্যান্ড্রয়েড ১২ ওএস মিলবে।

এক্ষেত্রে ফটোগ্রাফির জন্য মোটো জি৫২-তে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। একইভাবে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এটিতে থাকবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর।

Show Full Article
Next Story