বাজারে কম্পিটিশন বাড়াচ্ছে Motorola! সেল ছাড়াই 3000 টাকা দাম কমল এই দুর্দান্ত 5G ফোনের
সাম্প্রতিক সময়ে অনেক ফোন কোম্পানিকেই তাদের নতুন-পুরোনো নানা মডেলের দাম কমাতে দেখা যাচ্ছে – কোনো সেল বা উপলক্ষ ছাড়াই।...সাম্প্রতিক সময়ে অনেক ফোন কোম্পানিকেই তাদের নতুন-পুরোনো নানা মডেলের দাম কমাতে দেখা যাচ্ছে – কোনো সেল বা উপলক্ষ ছাড়াই। সেই স্রোতে গা ভাসিয়ে এবার নিজের অন্যতম সেরা বাজেট স্মার্টফোনের দাম কমালো Motorola। বাজারের অন্যতম পুরোনো এই ব্র্যান্ডটি সম্প্রতি নিজের গত সেপ্টেম্বরে লঞ্চ হওয়া Motorola G54 5G ফোনটির দাম কমিয়েছে, এটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসে আর দুটিই এবার থেকে কোনো এক্সট্রা অফার ছাড়া ৩ হাজার টাকা পর্যন্ত ছাড়ে কেনা যাবে। বলে রাখি, এই Motorola G54 5G ফোনটিতে ভালো ক্যামেরা, বিশাল ব্যাটারি ইত্যাদি একাধিক কাজের ফিচার মিলবে। তাই আপনি যদি এখন ১৫ হাজার টাকা বাজেটে কোনো ফোন কিনতে চান, তাহলে এটি বেছে নিতেই পারেন। চলুন, এক নজরে দেখে নিই Motorola G54 5G-র নতুন দাম ও মূল স্পেসিফিকেশনসমূহ।
সেল ছাড়াই সস্তা হল Motorola-র Moto G54 5G ফোন, দেখুন দাম
মোটোরোলা জি৫৪ ৫জি ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি বেস স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সন যথাক্রমে ১৫,৯৯৯ টাকা এবং ১৮,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। এক্ষেত্রে প্রথম মডেলটির দাম ২ হাজার টাকা কমেছে, যার ফলে এটি এখন ১৩,৯৯৯ টাকায় কেনা যাবে। অন্যদিকে এর ১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কমে দাঁড়িয়েছে ১৫,৯৯৯ টাকায়।
ইতিমধ্যে এই নতুন দাম ফ্লিপকার্ট (Flipkart)-এর মতো প্ল্যাটফর্মগুলিতে কার্যকরও হয়েছে। এখানে আপনি ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার ইত্যাদি মিলিয়ে আরও সাশ্রয় করতে সক্ষম হবেন।
উল্লেখ্য, এই ফোনটি মিডনাইট ব্লু, পার্ল ব্লু এবং মিন্ট গ্রিন – এই তিনটি রঙে কেনা যাবে।
Motorola G54 5G-এর স্পেসিফিকেশন
মোটোরোলা জি৫৪ ৫জি স্মার্টফোনটিতে ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি ফুলএইচডি+ (রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ প্রসেসর, যার সাথে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা মিলবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে মিলবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৬,০০০ এমএএইচ ব্যাটারি। আবার, ফটোগ্রাফির জন্য এই হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওআইএস (OIS) ক্যামেরা (অ্যাপারচার এফ/১.৮)-যুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ মিলবে।