বাজেটের মধ্যে দুর্ধর্ষ ফিচার, Moto G55 5G ও Moto G35 5G দুর্দান্ত ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি সহ লঞ্চ হল

Motorola একপ্রকার চুপিচুপি গ্লোবাল মার্কেটে দুটি স্মার্টফোন লঞ্চ করল, যাদের নাম Moto G55 5G ও Moto G35 5G। দুটি ফোনের মধ্যে একটি বাজেট সেগমেন্টে, অন্যটি…

Moto G55 5G and Moto G35 5G launched in global market with 5000mah battery price specifications

Motorola একপ্রকার চুপিচুপি গ্লোবাল মার্কেটে দুটি স্মার্টফোন লঞ্চ করল, যাদের নাম Moto G55 5G ও Moto G35 5G। দুটি ফোনের মধ্যে একটি বাজেট সেগমেন্টে, অন্যটি মিড-রেঞ্জ 5G ফোন হিসেবে এসেছে। ফিচারের কথা বললে Moto G55 5G ও Moto G35 5G ডিভাইসে পাওয়া যাবে 5,000 এমএএইচ ব্যাটারি ও অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অপারেটিং সিস্টেম। আসুন এদের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Moto G55 5G এর দাম এবং ফিচার

মোটো জি55 5জি ফোনে আছে 6.5 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই স্মার্টফোনে 4 জিবি/8 জিবি/12 জিবি র‌্যাম এবং 128 জিবি/256 জিবি ইনবিল্ট স্টোরেজ পাওয়া যাবে। এতে 30 ওয়াট র‌্যাপিড চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

সেলফির জন্য, Moto G55 5G ফোনে 16-মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। আর এর রিয়ার ক্যামেরা সেটআপে দেখা যাবে ওআইএস সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। ইউরোপে এই স্মার্টফোনের দাম 249 ইউরো (প্রায় 23,134 টাকা) থেকে শুরু হয়েছে। Moto G55 5G টোয়াইলাইট পার্পল, স্মোকি গ্রিন এবং ফরেস্ট গ্রে রঙে পাওয়া যাবে।

Moto G35 5G দাম এবং স্পেসিফিকেশন

Moto G35 5G এর দাম শুরু হয়েছে 199 ইউরো (প্রায় 18,489 টাকা) থেকে। এই ফোনের সামনে দেখা যাবে 6.72-ইঞ্চি এলসিডি প্যানেল, যা এইচডি প্লাস রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এতে ইউনিসক টি760 চিপসেট, 4 জিবি র‌্যাম এবং 128 জিবি / 256 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য 18W চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।

মোটো জি35 5জি এর সামনে আছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ডুয়াল ক্যামেরা সেটআপ উপস্থিত। ডিভাইসটি লিফ গ্রিন (উইগান লেদার), পেয়ারা রেড এবং মিডনাইট ব্ল্যাকের কালারে পাওয়া যাবে।

উভয় ডিভাইসই অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক হ্যালো ইউআই কাস্টম স্কিনে চলবে। আর এই দুই ফোনে ডলবি অ্যাটমস-ডুয়াল স্পিকার, একটি 3.5 মিমি হেডফোন জ্যাক, একটি মাইক্রোএসডি কার্ড স্লট, একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আইপি 52-রেট প্রাপ্ত।