Moto G64 5G Review: এই ৯ কারণে বাজেটের মধ্যে সেরা ফোন মোটো জি৬৪ ৫জি

Motorola গত মাসে ভারতের বাজারে Moto G64 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। হ্যান্ডসেটটির দাম এদেশে ১৭,৯৯০ টাকা থেকে শুরু হচ্ছে। আর ফিচার হিসেবে এতে আছে FHD+…

Motorola গত মাসে ভারতের বাজারে Moto G64 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। হ্যান্ডসেটটির দাম এদেশে ১৭,৯৯০ টাকা থেকে শুরু হচ্ছে। আর ফিচার হিসেবে এতে আছে FHD+ IPS LCD ডিসপ্লে, মিডিয়াটেকের প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারি। সর্বোপরি ডিজাইনের নিরিখেও এই ফোন যথেষ্টই আকর্ষণীয়। সেক্ষেত্রে সামগ্রিকভাবে দেখতে গেলে Moto G64 5G অবশ্যই একটি ভালো স্মার্টফোন। তবে ফিচার ও দাম দেখে একটি ফোন কতটা ভালো তা নির্ণয় করা এবং হাতে নিয়ে ঘেঁটে দেখার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। তাই আজ আমরা এই প্রতিবেদনে Motorola ব্র্যান্ডের এই লেটেস্ট 5G ফোনের একটা রিভিউ দেব।

Moto G64 5G স্মার্টফোনের পর্যালোচনা

রিয়ার ডিজাইন: Moto G64 5G ফোন ম্যাট ফিনিশিং এবং পলিকার্বোনেট বডি সহ এসেছে। এর ব্যাক প্যানেলের বাঁ দিকে আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল অবস্থিত। আবার ঠিক মাঝখানে ব্র্যান্ড লোগো লক্ষণীয়। এই পুরো ব্যাক প্যানেলের ডিজাইন ডিভাইসটিকে স্লিক লুক প্রদান করেছে। ফোনটি ভালো গ্রিপের সাথে আসায় স্বাচ্ছন্দ্যের সাথে অনেকক্ষন ধরে রাখা যায়। তবে এর ওজন কিছুটা বেশি অর্থাৎ ১৯২ গ্রাম। এটি – আইস লিলাক, মিন্ট গ্রিন এবং পার্ল ব্লু কালার বিকল্পে এসেছে।

ফ্রন্ট ডিজাইন ও বডি বিল্ট: ফোনের সামনে মোটা বেজেল পরিবেষ্টিত ডিসপ্লে প্যানেল রয়েছে, যার উপরিভাগে মাঝবরাবর সেলফি ক্যামেরার জন্য কাটআউট নজরে পড়বে। এই ফোন অনেকটা বর্গাকার আকৃতির। এর সাইড ও নিম্ন প্যানেলে – ডুয়াল সিম স্লট, একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক স্লট, ইউএসবি টাইপ-সি পোর্ট বর্তমান। হ্যান্ডসেটটি IP52 রেটিং প্রাপ্ত হওয়ায়, স্পিল এবং স্প্ল্যাশ প্রতিরোধী।

ডিসপ্লে: Moto G64 5G ফোনে রয়েছে ৬.৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে প্যানেল। টাচস্ক্রিনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করায় খুব স্মুথলি স্ক্রোলিং করা সম্ভব। এই ডিসপ্লে গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত এবং ইউটিউব (YouTube) -এর মতো অ্যাপে HDR প্রযুক্তিতে কনটেন্ট সার্ফ করতে দেয়া। আর ফোনটির ডিসপ্লে হাই-ব্রাইটনেস লেভাল অফার করে। তবে সরাসরি সূর্যের আলোতে ব্যবহার করতে গেলে ভিউয়িং অভিজ্ঞতা কিছুটা ক্ষুন্ন হবে।

সাউন্ড সিস্টেম: Moto G64 5G স্মার্টফোন ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত ডুয়েল স্পিকার সিস্টেমের সাথে লঞ্চ হয়েছে। এই সাউন্ড সিস্টেম যথেষ্ট জোরালো এবং ‘স্ক্রিস্টাল ক্লিয়ার’ অডিও সরবরাহ করে, যা সামগ্রিক মিডিয়া অভিজ্ঞতা এনহ্যান্স করে।

পারফরম্যান্স: Motorola তাদের এই নয়া স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ প্রসেসর ব্যবহার করেছে, যার সাথে ১২ জিবি পর্যন্ত র‍্যাম সংযুক্ত। পারফরম্যান্সের নিরিখে, ডিভাইসটি দৈনন্দিন কাজ পরিচালনার জন্য আদর্শ৷ তবে দীর্ঘ ও ভারী গেমিং সেশনের সময় ফোনে ওভার হিটিংয়ের সমস্যা দেখা দেয়। ফলে গেমারদের জন্য এই ফোন উপযুক্ত – কথাটা বলতে পারছি না আমরা। যাইহোক হ্যান্ডসেটটি নেয়ার-স্টক অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক মাই ইউএক্স কাস্টম স্কিন দ্বারা চালিত, যা বিজ্ঞাপন বা ব্লোটওয়্যার ফ্রি ইউজার ইন্টারফেস অভিজ্ঞতা প্রদান করে।

ব্যাটারি লাইফ: ডিভাইসটি বড় ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ এসেছে, যা মাঝারি ব্যবহারে ২৪ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে। এই ব্যাটারি ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটির ফুল চার্জ হতে সময় লাগে ১ থেকে ১.৫ ঘন্টা। অতএব যেসকল ক্রেতাদের চাহিদা – কম সময়ে ফোন চার্জিং এবং অধিক ব্যাটারি লাইফের তাদের জন্য এটি আদর্শ।

ক্যামেরা বিভাগ: এই ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। রিয়ার ক্যামেরাগুলি উজ্জ্বল পরিবেশে খুব ভালো ফটো ক্যাপচার করে। তবে কম আলোতে তেমন ভালো পারফর্ম করে না। অন্যদিকে ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, যা খুব ভালো ছবি ক্যাপচার করে। কিন্তু শার্পনেস বা তীক্ষ্ণতার অভাব রয়েছে।

ক্যামেরা ফিচার: Moto G64 5G ফোনে একাধিক কার্যকরী ক্যামেরা মোড বিদ্যমান, যেমন – নাইট ভিশন এবং স্লো মোশন। ডিভাইসটির ফটো কোয়ালিটি সামগ্রিকভাবে ভালো বলা বলে। তবে ভিডিও -এর মান মাঝারি। এর ক্যামেরা খুব ভালো স্থিতিশীলতা অফার করে। তবে কালার অ্যাকুরেসি (রঙের নির্ভুলতা) এবং ডিটেইলিং -এ সমস্যা লক্ষণীয়।

সিদ্ধান্ত – আপনারা যদি সাশ্রয়ী মূল্যে ভালো পারফরম্যান্স, ব্যাটারি লাইফ, সাউন্ড কোয়ালিটি এবং ব্লোটওয়্যার ফ্রি সফ্টওয়্যার অভিজ্ঞতা উপভোগ করতে চান তবে Moto G64 5G মডেলটি একটি দুর্দান্ত বিকল্প। কিন্তু গেমিং অথবা উন্নত ফটোগ্রাফির জন্য ফোনটি কিনতে চাইলে, আমরা অন্য কোনো হ্যান্ডসেট বেছে নেওয়ার পরামর্শ দেব।