Moto G84 আসল দামের থেকে অনেক সস্তায় কেনার সুযোগ, শুধু এই ট্রিকস জেনে রাখুন
আপনি যদি নিজের জন্য বাজেটের মধ্যে স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তবে এটাই উপযুক্ত সময়! কেননা Motorola ব্র্যান্ডের...আপনি যদি নিজের জন্য বাজেটের মধ্যে স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তবে এটাই উপযুক্ত সময়! কেননা Motorola ব্র্যান্ডের G- সিরিজ অন্তর্গত একটি লেটেস্ট স্মার্টফোন এখন খুবই সাশ্রয়ী মূল্যে এবং দুর্দান্ত ডিলের সাথে ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart -এ বিক্রি করা হচ্ছে। আমরা কথা বলছি, ১ সেপ্টেম্বর ভারতে আত্মপ্রকাশ করা Moto G84 5G এর প্রসঙ্গে। এই লো-মিড রেঞ্জের হ্যান্ডসেটকে আপনি সীমিত সময়ের জন্য ব্যাঙ্ক কার্ড অফার এবং এক্সচেঞ্জ বোনাসের ফায়দা তুলে ১৮,০০০ টাকারও কম খরচ করে কিনে নিতে পারবেন। কীভাবে জেনে নিন।
Flipkart থেকে সস্তায় কিনুন Moto G84 5G স্মার্টফোন
মোটো জি৮৪ ৫জি স্মার্টফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট ১৯,৯৯৯ টাকায় উপলব্ধ। তবে আপনি যদি ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমে কিনলে বেশ কিছু টাকা সাশ্রয় করতে পারবেন। যেমন ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ধার্য মূল্যের উপর ফ্লাট ১,০০০ টাকার ছাড় দেওয়া হবে। তারপর দাম কমে ১৮,৯৯৯ টাকা হয়ে যাবে। আবার নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ইএমআই এবং নন-ইএমআই লেনদেনে ১০% পর্যন্ত অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন। এছাড়া পুরোনো মোবাইল আপগ্রেড করে এই নয়া স্মার্টফোন খরিদ করলে ১,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাসও মিলবে।
Moto G84 5G: স্পেসিফিকেশন ও ফিচার
মোটো জি৮৪ ৫জি স্মার্টফোনে ৬.৫৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস pOLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং স্ক্রিন ব্রাইটনেস ১,৩০০ নিট পিক। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর বর্তমান। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাই ইউএক্স (My UX) কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। এছাড়া ডিভাইসটি ১২ জিবি LPDDR4x র্যাম এবং ২৫৬ জিবি UFS 2.2 স্টোরেজ সহ এসেছে। মেমরি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
Moto G84 5G স্মার্টফোনের রিয়ার প্যানেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান - অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড/ম্যাক্রো/ডেপথ লেন্স। আর সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। এছাড়া, ফোনটিতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩০ ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট করে।