Flipkart BBD সেলে নতুন রুপে আসছে Moto G85 5G, কিনতে চাইবেন আপনিও

গত জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল Moto G85 5G। তখন এটি কোবাল্ট ব্লু, আরবান গ্রে এবং অলিভ গ্রিন কালারে এসেছিল। লঞ্চের প্রায় এক মাস পরে…

Moto G85 5G New Olive Green Colour Variant Launching In India

গত জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল Moto G85 5G। তখন এটি কোবাল্ট ব্লু, আরবান গ্রে এবং অলিভ গ্রিন কালারে এসেছিল। লঞ্চের প্রায় এক মাস পরে এখন জানা গেছে যে Moto G85 5G ফোনটি শীঘ্রই নতুন একটি কালারে পাওয়া যাবে। এই কালারটি সবুজ হবে, তবে অলিভ গ্রিন এর চেয়ে সামান্য গাঢ় হবে। অর্থাৎ মোট চারটি কালারের মধ্যে ডিভাইসটিকে বেছে নেওয়া যাবে।

Moto G85 5G নতুন কালার ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হবে

৯১মোবাইলস টিপস্টার সুধাংশু অম্ভোরের সহযোগিতায় জানিয়েছে মোটো জি৮৫ ৫জি ফোনটি নতুন কালার ভ্যারিয়েন্ট সহ ভারতে আসছে। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলের সময় এই নতুন কালার ভ্যারিয়েন্ট পাওয়া যাবে।

Moto G85 5G এর নতুন কালার ভ্যারিয়েন্ট ছাড়াও ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল চলাকালীন Motorola-র অনেক ফোনে বড় ছাড় পাওয়া যাবে। শীঘ্রই এই সব ফোনের নাম প্রকাশ করবে ফ্লিপকার্ট।

আরও পড়ুন: সমস্ত অফারের বাপ, Amazon Great Indian Festival সেলে সবচেয়ে সস্তায় iPhone 13

Moto G85 5G স্পেসিফিকেশন

মোটো জি৮৫ ৫জি এর ফোনে পারফরম্যান্সের জন্য অ্যাড্রনো ৬১৯ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৩৩ ওয়াট টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হ্যালো ইউআই কাস্টম স্কিনে চলে।

মোটো জি৮৫ ৫জি এর সামনে দেখা যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, গরিলা গ্লাস ৫ প্রোটেকশন এবং ১৬০০ নিটস ব্রাইটনেস সহ ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস pOLED কার্ভড ডিসপ্লে। ক্যামেরার কথা বললে, ফোনটির পিছনে ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড / ম্যাক্রো সেন্সর বর্তমান। আর সেলফির জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন