Moto S50: 13 মিনিটেই 50% চার্জ, রয়েছে বাজার কাঁপানো ফিচার্স, দুর্দান্ত ফোন আনল মোটোরোলা

সেপ্টেম্বর শুরু হতেই Motorola একটি চমৎকার ফোন বাজারে আনল। নতুন মডেলটির নাম হল Moto S50৷ এটি একটি কম্প্যাক্ট স্মার্টফোন। বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে LTPO POLED…

moto s50 launched with dimensity 7300 chipset ip68 rating 68w fast charging

সেপ্টেম্বর শুরু হতেই Motorola একটি চমৎকার ফোন বাজারে আনল। নতুন মডেলটির নাম হল Moto S50৷ এটি একটি কম্প্যাক্ট স্মার্টফোন। বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে LTPO POLED ডিসপ্লে, ওয়্যারলেস চার্জিং, NFC সাপোর্ট, গরিলা গ্লাস প্রোটেকশন, IP68 ওয়াটার রেজিট্যান্স, ও Sony ক্যামেরা। চলুন Moto S50-এর দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Moto S50 স্পেসিফিকেশন

মোটো এস50 ফোনে 6.36 ইঞ্চি পোলেড ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR 10+ ও 3000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সঙ্গে মিলবে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিভাইসটিকে পাওয়ার জোগায় Dimensity 7300 প্রসেসর। LPDDR4X র‍্যাম ও UFS 2.2 স্টোরেজ ফাস্ট পারফরম্যান্স নিশ্চিত করবে। স্মার্টফোনটি Android 14 অপারেটিং সিস্টেমে রান করে।

আরও পড়ুন : Infinix Hot 50 5G দশ হাজার টাকার কমে 48 মেগাপিক্সেল ক্যামেরা ও AI ফিচার সহ লঞ্চ হল

Moto S50-এর ব্যাক প্যানেলে একটি 50 মেগাপিক্সেল Sony IMX896 ক্যামেরা, একটি 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং 10 মেগাপিক্সেলের একটি Samsung S5K3K1 টেলিফটো ক্যামেরা আছে। ফোনের সামনে 32 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। 4310 এমএএইচ ব্যাটারি 68 ওয়াট ফাস্ট চার্জার সাপোর্ট করে। ফলে 13 মিনিটে অর্ধেক চার্জ হয়ে যাবে।

আরও পড়ুন : Poco M7 Pro 5G: সস্তায় আসছে পোকোর নতুন 5G ফোন, লঞ্চের আগেই ফাঁস হল ছবি

Moto S50 দাম

মোটো এস50 চীনে 12 জিবি + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। দাম 2,199 ইউয়ান থেকে শুরু, ভারতীয় মুদ্রায় যা প্রায় 26,000 টাকার সমান। পারসিমন অরেঞ্জ, ফ্লোরা ব্লু ও ল্যাটে কালার অপশনে উপলব্ধ এটি। জানিয়ে রাখি, এই ফোনটি ভারতে Motorola Edge 50 Neo নামে লঞ্চ হবে বলে জানা গিয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন