32MP ফ্রন্ট ক্যামেরা ও 16 জিবি র‍্যাম নিয়ে লঞ্চ হবে Moto S50 Neo, প্রসেসর অবাক করবে

মোটোরোলা চীনের জন্য একটি এস সিরিজের ডিভাইসের ওপর কাজ করছে, যার নাম মোটো এস৫০ নিও। আর এখন ফোনটির নাম প্রকাশ্যে এসেছে।

Moto S50 Neo May Feature Snapdragon 7 Gen 1 Accelerated Edition

মোটোরোলা বর্তমানে তাদের পরবর্তী এস স্মার্টফোনের ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছে, যা মোটো এস৫০ নিও নামে লঞ্চ হতে পারে। সম্প্রতি এক্সটি২৪০৯-৫ মডেল নম্বর সহ একটি নতুন মোটোরোলা ফোন চীনের টেনা সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে অনুমোদন পেয়েছে। এই ফোনটিই সম্ভবত মোটো এস৫০ নিও, যা মোটোরোলা এজ ৫০ নিও মডেলের চীনা ভ্যারিয়েন্ট হবে বলে অনুমান করা হচ্ছে। ডিভাইসটি চীনে নেটওয়ার্ক অ্যাক্সেসের অনুমোদনও পেয়েছে। আর এখন এক নির্ভরযোগ্য টিপস্টার এই হ্যান্ডসেটে ব্যবহৃত প্রসেসরটির নাম প্রকাশ করেছেন। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

মোটো এস৫০ নিও ফোনের প্রসেসরের নাম সামনে এল

টিপস্টার হোয়াইল্যাব বলেছেন যে, মোটো এস৫০ নিও ফোনে সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ অ্যাক্সেলারেটেড এডিশন চিপসেট ব্যবহার করা হবে। এর আগে জানা গিয়েছিল যে অক্টা-কোর সিপিইউ-এর সর্বোচ্চ ক্লক স্পিড ২.৫ গিগাহার্টজ, যা অনুমানকেও সমর্থন করে। রিপোর্টে বলা হয়েছে এটি একই চিপসেট, যা অনর ৯০ ফোনে ব্যবহার করা হয়েছে।

জানিয়ে রাখি, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ অ্যাক্সেলারেটেড এডিশন চিপসেটে ২.৫ গিগাহার্টজ ক্লক স্পিডের কর্টেক্স-এ৭১০ কোর, ২.৩৬ গিগাহার্টজের তিনটি কর্টেক্স-এ৭১০ কোর এবং ১.৮ গিগাহার্টজের চারটি কর্টেক্স-এ৫১০ কোর রয়েছে। গ্রাফিক্সের জন্য এর সাথে অ্যাড্রেনো ৬৪৪ জিপিইউ যুক্ত রয়েছে। এই চিপসেটটি এলপিডিডিআর৪এক্স মেমরি এবং ইউএফএস স্টোরেজ সাপোর্ট করে। এটি ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ১ টিবি স্টোরেজের সাথে যুক্ত হতে পারে।

আগের রিপোর্ট অনুসারে, মোটো এস৫০ নিও তিনটি রঙে পাওয়া যাবে – গ্রিসাইল (ব্ল্যাক), নটিক্যাল ব্লু, পয়েন্সিয়ানা (রেড) এবং ল্যাটে (বেইজ)। ফাঁস হওয়া রেন্ডার থেকে জানা গেছে যে, ফোনটি একটি পরিচিত রিয়ার ডিজাইনের সাথে আসবে। ক্যামেরার ক্ষেত্রে, এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং একটি ১০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। রিয়ার টেলিফোটো ক্যামেরাটি ৩x ম্যাগনিফিকেশন অফার করতে পারে।

এছাড়া, মোটো এস৫০ নিও ফোনের সামনে ৬.৩৬ ইঞ্চির ফুলএইচডি+ ওলেড ডিসপ্লে থাকবে, যা ১,২০০ x ২,৬৭০ পিক্সেলের রেজোলিউশন এবং ১০-বিট কালার প্রদর্শন করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৪,৩০০ এমএএইচ ব্যাটারি থাকবে এবং এটির ওজন ১৭২ গ্রাম হবে বলে আশা করা হচ্ছে।