Moto Tab G62 ভারতে ওয়াই-ফাই ও এলটিই ভ্যারিয়েন্টে লঞ্চ হল, রয়েছে 7700mAh ব্যাটারি
মোটোরোলা আজ (১৭ আগস্ট) ভারতের বাজারে লঞ্চ করেছে তাদের লেটেস্ট ট্যাবলেট, Moto Tab G62। এই মোটো ট্যাবটি ৪ জিবি...মোটোরোলা আজ (১৭ আগস্ট) ভারতের বাজারে লঞ্চ করেছে তাদের লেটেস্ট ট্যাবলেট, Moto Tab G62। এই মোটো ট্যাবটি ৪ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং Qualcomm Snapdragon 680 প্রসেসরের সাথে এসেছে। আবার, নতুন Moto Tab G62-এ ২কে+ রেজোলিউশন এবং ১৬:১০ অ্যাসপেক্ট রেশিও ১০.৬১ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, ৮ মেগাপিক্সেলের অটো-ফোকাস প্রাইমারি রিয়ার সেন্সর, একাধিক ক্যামেরা মোড সহ ৮ মেগাপিক্সেলের ফিক্সড-ফোকাস সেলফি ক্যামেরা এবং শক্তিশালী ৭,৭০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে আসুন নবাগত Moto Tab G62-এর দাম, ফিচার এবং সকল স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।
ভারতে মোটো ট্যাব জি৬২-এর মূল্য এবং লভ্যতা (Moto Tab G62 Price in India and Availability)
মোটো ট্যাব জি৬২-এর ওনলি ওয়াই-ফাই ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৫,৯৯৯ টাকা এবং এলটিই ভ্যারিয়েন্টের মূল্য ১৭,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ট্যাবের ওয়াই-ফাই ভ্যারিয়েন্টটি বর্তমানে জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্টে (Flipkart) ফ্রস্ট ব্লু কালার অপশনে কেনার জন্য উপলব্ধ রয়েছে। তবে, মোটো ট্যাব জি৬২-এর এলটিই সংস্করণটি বর্তমানে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং আগামী ২২ আগস্ট রাত ১২টা থেকে ফ্লিপকার্ট-এ এর সেল শুরু হবে।
মোটো ট্যাব জি৬২-এর স্পেসিফিকেশন (Moto Tab G62 Specifications)
মোটো ট্যাব জি৬২-এ একটি একক ন্যানো-সিম স্লট উপস্থিত রয়েছে। এই ট্যাবলেটটি ২কে+ (২,০০০x১,২০০ পিক্সেল) রেজোলিউশন, ১৬:১০ অ্যাসপেক্ট রেশিও এবং টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland)-এর ব্লু লাইট এমিশন সার্টিফিকেশন সহ ১০.৬১ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লের সাথে এসেছে। ট্যাব জি৬২ এলটিই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৪ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। এই স্টোরেজটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে এবং ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য, Moto Tab G62-এর রিয়ার শেলে একটি ৮ মেগাপিক্সেলের অটো-ফোকাস ক্যামেরা দেখা যাবে, যা ৩০ ফ্রেম পার সেকেন্ড (fps) রেটে ১,০৮০ পিক্সেল পর্যন্ত ভিডিও রেকর্ড করতে সক্ষম। আর ট্যাবটির সামনে আরেকটি ৮ মেগাপিক্সেল ফিক্সড-ফোকাস সেলফি ক্যামেরা উপস্থিত রয়েছে এবং এটিও ৩০এফপিএস-এ ১,০৮০ পিক্সেল পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে। সেলফি ক্যামেরাটিতে ডুয়েল ক্যাপচার, স্পট কালার, টাইমল্যাপস, ফেস বিউটি, ভিডিও স্ন্যাপশট এবং এফিশিয়েন্ট ভিডিও-এর মতো কয়েকটি বিশেষ ক্যামেরা মোডও মিলবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Moto Tab G62-এ ২০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৭,৭০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আবার অডিওর জন্য, এই নতুন মোটোরোলা ট্যাবলেটে ডলবি অ্যাটমস (Dolby Atmos) সাপোর্ট সহ কোয়াড স্পিকার সেটআপ দেওয়া হয়েছে। Tab G62-এর কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে, ব্লুটুথ ভি৫.১, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। এছাড়াও, এতে জিপিএস/ এ-জিপিএস এবং গ্লোনাস-এর সাপোর্ট মিলবে। ডিভাইসটি ফেস আনলক, অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, হল সেন্সর এবং জাইরোস্কোপের সাথে এসেছে। সংস্থা জানিয়েছে, Moto Tab G62-এর পরিমাপ ২৫১.২ x ১৫৮.৮ x ৭.৪৫ মিলিমিটার এবং ওজন প্রায় ৪৬৫ গ্রাম। এটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৫২ (IP52) রেটিং প্রাপ্ত।