60MP সেল্ফি ক্যামেরা ও 18GB র‍্যাম নিয়ে বাজারে আসছে Moto X40, এই তারিখে লঞ্চ

জনপ্রিয় টেক ব্র্যান্ড ওপ্পো (Oppo) অবশেষে নিশ্চিত করেছে যে, তারা তাদের পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল ফোন, Find N2 এবং Find N2 Flip আগামী ১৫ ডিসেম্বর ওপ্পো…

জনপ্রিয় টেক ব্র্যান্ড ওপ্পো (Oppo) অবশেষে নিশ্চিত করেছে যে, তারা তাদের পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল ফোন, Find N2 এবং Find N2 Flip আগামী ১৫ ডিসেম্বর ওপ্পো ইনো ডে ২০২২ (INNO Day 2022) ইভেন্ট চলাকালীন উন্মোচন করবে। তবে ওপ্পোই একমাত্র সংস্থা নয়, যারা ওই নির্দিষ্ট তারিখে নতুন ডিভাইস লঞ্চ করবে। কেননা আজ, লেনোভো অধীনস্থ প্রখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড মোটোরোলা (Motorola) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, আপকামিং Moto X40 মডেলটির ওপর থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্দা সরানো হবে। চলুন তাহলে আসন্ন লঞ্চের আগে এই হ্যান্ডসেটটির সম্পর্কে এখনও পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে, তা জেনে নেওয়া যাক।

Motorola Moto X40 বাজারে আত্মপ্রকাশ করছে আগামী সপ্তাহেই

মোটো এক্স৪০ ফোনটি ২০২১ সালের ডিসেম্বরে আত্মপ্রকাশ করা মোটো এজ এক্স৩০-এর উত্তরসূরি হিসেবে আসবে। যেহেতু, মোটোরোলা আর চীনের মার্কেটে তাদের ডিভাইসগুলির জন্য এজ ব্র্যান্ডিং ব্যবহার করছে না, তাই এজ এক্স৪০-কে মোটো এক্স৪০ বলা হবে। আবার এমনও শোনা যাচ্ছিল যে, মোটোরোলার আসন্ন ফ্ল্যাগশিপকে মোটো এক্স৪০ বলা হবে। তবে, এখন পর্যন্ত কোম্পানি উল্লিখিত ফোনের নামটি নিশ্চিত করেনি।

তাই, পরবর্তী মোটোরোলা ফ্ল্যাগশিপ, আগামী ১৫ ডিসেম্বরে দেশীয় বাজারে পা রাখবে, যার নাম হবে মোটো এক্স৪০। এই তারিখটি নিশ্চিত করতে ব্র্যান্ডের তরফে একটি টিজার পোস্টার প্রকাশ করা হয়েছে। ডিভাইসটিকে নিয়ে এতদিন যেসব তথ্য সামনে এসেছে, তার ওপর ভিত্তি করে বলা যায় এক্স৪০-কে গ্লোবাল মার্কেটে মোটোরোলা এজ৪০ প্রো হিসেবে রিব্র্যান্ড করা হবে। ডিভাইসটির গ্লোবাল লঞ্চ আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

জানিয়ে রাখি, XT2301-5 মডেল নম্বর সহ একটি মোটোরোলা ফোন অক্টোবর মাসে চীনের টেনা (TENAA) এবং চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হয়েছিল৷ এই ডিভাইসটিরই চীনে মোটো এক্স৪০ হিসেবে লঞ্চ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সম্প্রতি এই হ্যান্ডসেটের একটি কম্পিউটার-এডেড-ডিজাইন (CAD) রেন্ডারও অনলাইনে ফাঁস হয়েছে।

মোটো এক্স৪০-এর সম্ভাব্য স্পেসিফিকেশন – Moto X40 Expected Specifications

Moto X40-তে কার্ভড এজ সহ ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এটি ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৮ জেন ২ মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা চালিত হবে। এতে সম্ভবত সর্বাধিক ১৮ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাই ইউআই ৫.০ (My UI 5.0) কাস্টম ইউজার ইন্টারফেসে চলবে।

ফটোগ্রাফির জন্য, Moto X40-এর রিয়ার শেলে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ অন্তর্ভুক্ত থাকবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ৬০ মেগাপিক্সেলের ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Moto X40 মডেলটি ৪,৫০০ এমএএইচ এবং ৫,০০০ এমএএইচ-এই দুই ব্যাটারি ভ্যারিয়েন্টে আসতে পারে। যদিও, এটিকে ৩সি (3C)-এর তালিকায় একটি ৬৮ ওয়াট চার্জারের সাথে দেখা গেছে, তবে এটি ১২৫ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং অফার করতে পারে। এছাড়াও জানা গেছে, Moto X40 জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ রেটিংয়ের সাথে আসবে।