বাজার কাঁপিয়ে লঞ্চ হল Moto X50 Ultra, সেলফির জন্য মিলবে 50MP ফ্রন্ট ক্যামেরা

Motorola X50 Ultra ফোনের ওপর থেকে অবশেষে পর্দা সরানো হল। লেনোভো (Lenovo) অধীনস্থ ব্র্যান্ডের এই X সিরিজের ফোনটি Motorola...
Ananya Sarkar 17 May 2024 11:54 AM IST

Motorola X50 Ultra ফোনের ওপর থেকে অবশেষে পর্দা সরানো হল। লেনোভো (Lenovo) অধীনস্থ ব্র্যান্ডের এই X সিরিজের ফোনটি Motorola Edge 50 Ultra মডেলের রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে বাজারে এসেছে। এতে রয়েছে ওলেড (OLED) ডিসপ্লে, IP68 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। আসুন নবাগত Motorola X50 Ultra ফোনের সকল স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে জেনে নেওয়া যায়।

Moto X50 Ultra: স্পেসিফিকেশন এবং ফিচার

মোটো এক্স৫০ আল্ট্রা ফোনে রয়েছে বড় ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে, যার রেজোলিউশন ২,৭১২ x ১,২২০ পিক্সেল। এই স্ক্রিনটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং একটি ১০-বিট কালার ডেপ্থ অফার করে। এটি এইচডিআর১০+ এবং ডিসি ডিমিং ক্ষমতার সাথে সজ্জিত এবং ২,৫০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস লেভেলে পৌঁছাতে পারে। ফোনটি বেশ টেকসই। এতে জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং প্রাপ্ত বিল্ডএবং একটি বলিষ্ঠ অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে। মোটো এক্স৫০ আল্ট্রার সামনে শক্ত কর্নিং গরিলা গ্লাস ভিকটাসের স্তর রয়েছে। গ্রাহকরা আসল নর্ডিক উড, ফরেস্ট গ্রে ভিগান লেদার এবং এই বছরের প্যান্টোন (Pantone) ‘কালার অফ দ্য ইয়ার’, পিচ ফাজ কালার অপশনে ফোনটিকে বেছে নিতে পারবেন।

পারফরম্যান্সের জন্য, মোটো এক্স৫০ আল্ট্রা শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসরে চলে এবং এটি বিভিন্ন ভ্যারিয়েন্টে উপলব্ধ, যার মধ্যে রয়েছে ১২ জিবি/১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম ও ২৫৬ জিবি/৫১২ জিবি/১ টিবি ইউএফএস ৪.০ স্টোরেজ বিকল্প। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অপারেটিং সিস্টেমে রান করে।

ফটোগ্রাফির জন্য, Moto X50 Ultra এফ/১.৬ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১২২ ডিগ্রি ফিল্ড অফ ভিউ এবং এফ/২.০ অ্যাপারচার সহ একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড (ম্যাক্রো অপশন সহ) সেন্সর এবং ৩x জুম এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। ডিভাইসটি ১০০x সুপার জুম পর্যন্ত সাপোর্ট করে। আর ফোনের সামনে অটোফোকাস এবং এফ/১.৯ অ্যাপারচার সহ একটি ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Moto X50 Ultra ফোনটি ৪,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে এসেছে, যা, ১২৫ ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে। সংযোগের জন্য, Moto X50 Ultra ফোনে ৫জি স্ট্যান্ডঅ্যালোন/ নন স্ট্যান্ডঅ্যালোন, ডুয়েল ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৭ ৮০২.১১এএক্স, ব্লুটুথ ৫.৪, জিপিএস, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) এবং ইউএসবি টাইপ-সি পোর্ট সাপোর্ট করে৷ এতে ডলবি অ্যাটমোস দ্বারা টিউন করা স্টেরিও স্পিকারও রয়েছে এবং ডলবি হেড ট্র্যাকিং সাপোর্ট করে।

Moto X50 Ultra: মূল্য এবং লভ্যতা

চীনা বাজারে Moto X50 Ultra ফোনের বেস ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৬,২৩০)। আর উচ্চতর ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলের মূল্য ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৪৯,৭০০ টাকা) এবং টপ-এন্ড ১৬ জিবি র‍্যাম + ১ টিবি মডেলটি ৪,৬৯৯ ইউয়ান (প্রায় ৫৫,৪০০ টাকা) মূল্যে কেনা যাবে৷ বর্তমানে Motorola X50 Ultra ফোনটির প্রি-অর্ডার চলছে এবং এটি আনুষ্ঠানিকভাবে আগামী ২৪ মে থেকে চীনে বিক্রি হবে। এর গ্লোবাল মডেল, Motorola Edge 50 Ultra ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে উপলব্ধ রয়েছে। তবে ফোনটি ভারতীয় বাজারে কবে আসবে, সেসম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

Show Full Article
Next Story