নতুন হয়ে যাবে পুরানো Motorola ফোন, এই স্মার্টফোনগুলিতে আসছে Android 14 আপডেট

Google তাদের Pixel ফোনের জন্য গত অক্টোবরে Android 14 আপডেট নিয়ে এসেছিল। এরপর Xiaomi, Oppo, OnePlus এর মতো ব্র্যান্ড...
techgup 23 Jan 2024 1:50 PM IST

Google তাদের Pixel ফোনের জন্য গত অক্টোবরে Android 14 আপডেট নিয়ে এসেছিল। এরপর Xiaomi, Oppo, OnePlus এর মতো ব্র্যান্ড তাদের ফোনের জন্য অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম স্কিন লঞ্চ করে। Motorola-র এই কাস্টম স্কিনের নাম My UX 14। সংস্থাটি সম্প্রতি তাদের কোন কোন ফোনে এই নতুন কাস্টম স্কিনের আপডেট আসবে তা নিশ্চিত করেছে। যদিও Android 14 ভিত্তিক My UX 14 আপডেট কবে থেকে রোলআউটের করা হবে তা এখনও জানায়নি Motorola।

Motorola-র এই স্মার্টফোনগুলি পাবে Android 14 আপডেট

মোটোরলা সম্প্রতি তাদের ওয়েবসাইটে যে যে ফোনগুলি অ্যান্ড্রয়েড ১৪ নির্ভর কাস্টম স্কিনের আপডেট পাবে সেগুলির নাম জানিয়েছে। নীচে সিরিজ অনুসারে আমরা নামগুলি শেয়ার করছি -

Motorola Razr Phones:

Motorola Razr 40 Ultra
Motorola Razr 40

Motorola Edge Series Phones:

Motorola Edge 40 Neo
Motorola Edge 40
Motorola Edge 30 Ultra
Motorola Edge 30 Pro
Motorola Edge 30 Fusion
Motorola Edge 30

Motorola G Series Phones:

Moto G84 5G
Moto G54 5G
Moto G73 5G
Moto G13
Moto G14
Moto G53

জানিয়ে রাখি, Motorola ইতিমধ্যেই ভারতে কয়েকটি ফোনে নতুন আপডেট রোল আউট করেছে। তাই আশা করা যায় যে, উল্লেখিত ফোনগুলি শীঘ্রই অ্যান্ড্রয়েড ১৪ নির্ভর আপডেট পাবে।

Show Full Article
Next Story