ডাইনামিক পিকচার কোয়ালিটির জন্য বিশেষ ফিচারের সঙ্গে স্মার্টফোন লঞ্চ করবে Motorola

মোটোরোলা (Motorola) কিছু নতুন এবং আকর্ষণীয় স্মার্টফোন বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে। সংস্থাটি সম্প্রতি নিশ্চিত করেছে যে, তারা Razr সিরিজের নতুন এবং উন্নত ফোল্ডেবল হ্যান্ডসেটের…

মোটোরোলা (Motorola) কিছু নতুন এবং আকর্ষণীয় স্মার্টফোন বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে। সংস্থাটি সম্প্রতি নিশ্চিত করেছে যে, তারা Razr সিরিজের নতুন এবং উন্নত ফোল্ডেবল হ্যান্ডসেটের ওপর বর্তমানে কাজ করছে। যদিও, এটি জুন মাসের আগে লঞ্চ হবে না, তবে শীঘ্রই লেনোভো (Lenovo) অধীনস্থ ব্র্যান্ডটি Moto Edge 40 Pro নামে একটি ফ্ল্যাগশিপ এবং তুলনামূলক সাশ্রয়ী মূল্যের Moto Edge+ 2023 মডেলটি বাজারে আনতে পারে৷ দুটি হ্যান্ডসেটকেই সম্প্রতি বিভিন্ন সার্টিফিকেশন সাইটে স্পট করা গেছে। আর এখন, উভয় Edge সিরিজের স্মার্টফোনই HDR10+ সার্টিফিকেশন লাভ করেছে। আসুন এবিষয়ে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।

Motorola Edge+ 2023 এবং Edge 40 Pro পেল HDR10+ সার্টিফিকেশন

জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা মোটোরোলা এজ প্লাস ২০২৩ এবং এজ ৪০ প্রো-কে এইচডিআর১০+ ওয়েবসাইটে স্পট করেছেন। সাইটের তালিকাটি প্রকাশ করেছে যে, দুটি হ্যান্ডসেটই এই ভিডিও প্রযুক্তির জন্য সাপোর্ট বহন করবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, এইচডিআর১০+ হল এমন একটি ভিডিও টেকনোলজি, যা এইচডিআর১০ সোর্স ফাইলগুলিতে গতিশীল মেটাডেটা যুক্ত করে, প্রতিটি ফ্রেমকে ডিসপ্লের ক্ষমতা এবং কন্টেন্ট নির্মাতার উদ্দেশ্যের ওপর ভিত্তি করে অপ্টিমাইজ করার অনুমতি দেয়। এর ফলে দর্শকরা আরও ভালো এবং সঠিক ভিজ্যুয়াল অভিজ্ঞতা পেতে পারেন।

কিছু পূর্ববর্তী রিপোর্ট থেকে জানা গেছে যে, Moto Edge+ 2023 ফোনটি Moto X40-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে, যা গত বছরের শেষের দিকে চীনের বাজারে প্রকাশিত হয়েছিল৷ X40 মডেলটি ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ১০ বিট ওলেড (OLED) ডিসপ্লে অফার করে৷ এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা চালিত।

ফটোগ্রাফির জন্য, এই মোটো ফোনটির পিছনে একটি ট্রিপল ক্যামেরা ইউনিট রয়েছে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে৷ পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Moto X40 ৪,৬০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

উল্লেখযোগ্যভাবে, Moto Edge 40 মডেলটি আবার Moto X40 Pro-এর রিব্যাজ করা সংস্করণ হবে বলে মনে করা হচ্ছে। গত ডিসেম্বরে চীনে লঞ্চ হওয়া X40 Pro-তে ৬.৬ ইঞ্চির কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ফুল+এইচডি+ রেজোলিউশন এবং ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট অফার করে৷

Moto X40 Pro-এর রিয়ার প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে ওআইএস (OIS)-সক্ষম ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স যুক্ত রয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Moto X40 Pro-তেও স্ট্যান্ডার্ড মডেলের মতো ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ইউনিট ব্যবহার করা হয়েছে।