এই ভ্যালেন্টাইনে প্রিয়জনের সাথে চুটিয়ে সেলফি তুলুন! বিশাল ছাড়ে 32MP ক্যামেরার Moto ফোন কেনার সুযোগ
আপনি কি এই ভালোবাসার মাসে একটি নতুন ক্যামেরা ফোন মানে ভালো ক্যামেরাওয়ালা স্মার্টফোন কিনে চুটিয়ে সুন্দর সুন্দর ছবি তোলার...আপনি কি এই ভালোবাসার মাসে একটি নতুন ক্যামেরা ফোন মানে ভালো ক্যামেরাওয়ালা স্মার্টফোন কিনে চুটিয়ে সুন্দর সুন্দর ছবি তোলার কথা ভাবছেন? তাহলে কিন্তু Motorola Edge 30 আপনার জন্য দুর্দান্ত বিকল্প হতে পারে। আসলে এই Moto হ্যান্ডসেটে 50MP রিয়ার ক্যামেরা সেটআপের সাথে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। সাথে আছে আরও নানা কাজের ফিচার। আর বিশেষ বিষয় হল যে, এখন এটি Flipkart-এ দারুণ ছাড়ে পাওয়া যাচ্ছে। আপনি বর্তমানে Motorola Edge 30 ফোনটি ৬ হাজার টাকার ফ্ল্যাট ডিসকাউন্টে কিনতে পারবেন, এছাড়া কাজে লাগানো যাবে আকর্ষণীয় ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ স্কিমের সুবিধাও। তো আসুন, এক নজরে দেখে নিই Motorola Edge 30-তে উপলব্ধ অফার এবং এর ফিচারসমূহ।
Flipkart offer: বিপুল ছাড়ে কিনে নিন Motorola Edge 30 ফোন
মোটোরোলা এজ্ ৩০ ফোনের ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য এমনিতে ৩০,৯৯৯ টাকা, তবে ফ্লিপকার্টের অফারে এখন এটি ২৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এক্ষেত্রে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Flipkart Axis Bank) কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে অতিরিক্ত ছাড় হিসেবে ৫% ক্যাশব্যাক মিলবে।
শুধু তাই নয়, আপনি যদি কোনো পুরোনো ফোনের বিনিময়ে এই মোটো স্মার্টফোনটি কেনেন, তাহলে ২৩,৮৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পেতে পারেন। তবে এই এক্সচেঞ্জ ভ্যালুর পরিমাণ নির্ভর করবে পুরোনো ফোনের অবস্থা, মডেল/ব্র্যান্ড ইত্যাদির উপর। উল্লেখ্য, এর ইএমআই শুরু হচ্ছে মাসিক ১,২২২ টাকা থেকে।
Motorola Edge 30-এর স্পেসিফিকেশন
মোটোরোলা এজ্ ৩০ ফিউশন স্মার্টফোনটিতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ২০:৯ অ্যাসপেক্ট রেশিওযুক্ত ৬.৫ ইঞ্চি ফুলএইচডি+ (রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল) পি-ওলেড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ ৫জি প্রসেসর, যার সাথে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা মিলবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে থাকবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৪,০২০ এমএএইচ ব্যাটারি। আবার ফটোগ্রাফির জন্য এই হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। এটিতে ১৩টি ৫জি (5G) ব্যান্ডও বর্তমান।