৮০০০ টাকা ছাড়ে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন, সেল শুরু Motorola Edge 30 Ultra, Edge 30 Fusion এর
গত ১৩ই সেপ্টেম্বর Motorola তাদের ‘লেটেস্ট ফ্ল্যাগশিপ অফারিং’ হিসাবে Motorola Edge 30 Ultra এবং Edge 30 Fusion স্মার্টফোন...গত ১৩ই সেপ্টেম্বর Motorola তাদের ‘লেটেস্ট ফ্ল্যাগশিপ অফারিং’ হিসাবে Motorola Edge 30 Ultra এবং Edge 30 Fusion স্মার্টফোন দুটিকে ভারতের বাজারে উন্মোচন করেছিল। আর আজ অর্থাৎ ২২শে সেপ্টেম্বর Edge 30-সিরিজের এই নয়া মডেল-দ্বয়কে ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমে প্রথমবার বিক্রির জন্য উপলব্ধ করা হল। সর্বোপরি এই অনলাইন শপিং সাইট আয়োজিত সেলের 'এক্সক্লুসিভ' অফারের অংশ হিসাবে প্রথম সেলেই উক্ত দুটি ফোনকে ৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট সহ পকেটস্থ করে নিতে পারবেন আপনারা। এছাড়া বিদ্যমান নানাবিধ ব্যাঙ্ক অফারের দৌলতে ছাড়ের পরিমাণ আরো খানিকটা বাড়তে পারে। আসুন Motorola Edge 30 Ultra এবং Motorola Edge 30 Fusion স্মার্টফোনের দাম, সেল অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।
মোটোরোলা এজ ৩০ আল্ট্রা, এজ ৩০ ফিউশন -এর দাম ও লভ্যতা (Motorola Edge 30 Ultra, Edge 30 Fusion price & availability)
ভারতে মোটোরোলা এজ ৩০ আল্ট্রা স্মার্টফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ৫৯,৯৯৯ টাকা। এই ফ্ল্যাগশিপ মডেলটিকে ‘ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল ২০২২’ (Flipkart Big Billion Days Sale 2022) চলাকালীন অর্থাৎ ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত ‘এক্সক্লুসিভ’ লঞ্চ অফারের অংশ হিসাবে ৫৪,৯৯৯ টাকায় বিক্রি করা হবে। এটি ইন্টারস্টেলার ব্ল্যাক এবং স্টারলাইট হোয়াইট কালার অপশনে কেনার জন্য উপলব্ধ।
অন্যদিকে, মোটোরোলা এজ ৩০ ফিউশন স্মার্টফোনও ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টের সাথে ভারতের বাজারে এসেছে, যার দাম বরাদ্দ করা হয়েছে ৪২,৯৯৯ টাকা। এই মডেলটিকেও ফ্লিপকার্টের সেল লাইভ থাকাকালীন ‘এক্সক্লুসিভ’ লঞ্চ অফারের অংশ হিসাবে ৩৯,৯৯৯ টাকায় কেনা যাবে বলে ঘোষণা করা হয়েছে। এটিকে কসমিক গ্রে এবং সোলার গোল্ড কালার বিকল্পে পাওয়া যাবে।
এছাড়া উভয় ডিভাইসই বর্তমানে ই-কমার্স সাইট সাইট ফ্লিপকার্টে উপলব্ধ। এই শপিং সাইট থেকে যেসকল গ্রাহকেরা ICICI এবং Axis ব্যাঙ্কের কার্ড করে আলোচ্য স্মার্টফোন দুটি কিনবেন তাদের ফ্লাট ৩,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।
মোটোরোলা এজ ৩০ আল্ট্রা -এর স্পেসিফিকেশন (Motorola Edge 30 Ultra Specifications)
ডুয়েল-সিমের (ন্যানো) মোটোরোলা এজ ৩০ আল্ট্রা, ১৪৪ হার্টজ উচ্চ রিফ্রেশ রেটের একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৪০০ পিক্সেল) pOLED কার্ভড ডিসপ্লে সহ এসেছে, যা ১,২৫০ নিট পিক ব্রাইটনেস, এইচডিআর ১০+ এবং DCI-P3 কালার গ্যামেট অফার করে। ফোনটির ফ্রন্ট এবং রিয়ার উভয় প্যানেলেই কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে ফোনে ১২ জিবি LPDDR5 র্যাম এবং ২৫৬ জিবি রম পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাই ইউএক্স (My UX) কাস্টম স্কিন দ্বারা চালিত। এজ ৩০-সিরিজের এই ‘আল্ট্রা’ মডেলটি স্ন্যাপড্রাগন এলিট গেমিং ফিচার সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য, Motorola Edge 30 Ultra ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৯ অ্যাপারচার ও OIS সমর্থন সহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ; এফ/২.২ অ্যাপারচার, ১১৪ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ, কোয়াড পিক্সেল প্রযুক্তি ও ম্যাক্রো ভিশন সমর্থন সহ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/১.৬ অ্যাপারচার ও ২x জুম সহ ১২ মেগাপিক্সেল টেলিফটো শুটার। এই রিয়ার ক্যামেরা ইউনিটটি ৩০fps রেটে ৪কে (4K) রেজোলিউশনে ভিডিও ক্যাপচার করতে সক্ষম। এছাড়া, ডুয়েল ক্যাপচার, আল্ট্রা-রেস শ্যুটিং মোড এবং প্রো (ডব্লিউ/ লং এক্সপোজার) মোড-এর মতো একাধিক ফটোগ্রাফি ফিচারও সাপোর্ট করে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য ডিভাইসে, এফ/২.২ অ্যাপারচার এবপং কোয়াড পিক্সেল প্রযুক্তি সমর্থিত একটি ৬০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান।
আলোচ্য ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে – 5G, 4G LTE, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/এজিপিএস, এনএফসি, ডিসপ্লেপোর্ট ১.৪, এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। নিরাপত্তার জন্য ডিভাইসে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলক এবং থিঙ্কশিল্ড (ThinkShield)-এর মতো ফিচারগুলিও মিলবে। তদুপরি এতে ডলবি অ্যাটমস সমর্থিত ডুয়েল স্টেরিও স্পিকার, লিনিয়ার এক্স-অ্যাক্সিস ভাইব্রেশন এবং এজ লাইটস বিদ্যমান থাকছে৷ পাওয়ার ব্যাকআপের জন্য, Motorola Edge 30 Ultra-এ ১২৫ ওয়াট টার্বোপাওয়ার (TurboPower) ওয়্যার্ড চার্জিং, ৫০ ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াট ওয়্যারলেস পাওয়ার শেয়ারিং সহ ৪,৬১০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফ্ল্যাগশিপটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP52 রেটিং প্রাপ্ত। এর পরিমাপ ১৬১.৭৬x৭৩.৫x৮.৩৯ মিমি এবং ওজন ১৯৮.৫ গ্রাম।
মোটোরোলা এজ ৩০ ফিউশন -এর স্পেসিফিকেশন (Motorola Edge 30 Fusion Specifications)
মোটোরোলা এজ ৩০ ফিউশন স্মার্টফোনে কার্ভড এজ সহ একটি ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) pOLED ডিসপ্লে রয়েছে, যা ২০:৯ এসপেক্ট রেশিও, ৪০৯ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১০-বিট কালার, DCI-P3 কালার গ্যামেট, ১,১০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০+ সাপোর্ট করে৷ এজ ৩০-সিরিজের এই ‘ফিউশন’ মডেলে একটি মেটাল ফ্রেম রয়েছে এবং এর ফ্রন্ট ও রিয়ার প্যানেল-দ্বয় গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসর সহ এসেছে। এতে ৮ জিবি LPDDR5 র্যাম ও ১২৮ জিবি UFS 3.1 স্টোরেজ পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে। যদিও পরবর্তী সময়ে এটি আরও দুটি অর্থাৎ অ্যান্ড্রয়েড ১৩ এবং অ্যান্ড্রয়েড ১৪ ওএস আপগ্রেড পাবে বলে নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তার জন্য, এই নতুন মোটোরোলা ফোনে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার মিলবে।
ছবি তোলার জন্য, Motorola Edge 30 Fusion ফোনের রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থিত। এগুলি হল – অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এই রিয়ার সেন্সরগুলি সর্বাধিক ৩০fps রেটে ৪কে (4K) আল্ট্রা-এইচডি ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনটিতে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।
কানেক্টিভিটির জন্য আলোচ্য হ্যান্ডসেটে – 5G, 4G LTE, ওয়াই-ফাই ৬ই ৮০২.১১ এএক্স, ব্লুটুথ ভি৫.২, জিপিএস, এনএফসি, ডুয়েল সিম স্লট এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। অডিও সিস্টেমের ক্ষেত্রে, এতে ডলবি অ্যাটমস টেকনোলজির সাপোর্ট সহ ডুয়েল স্টেরিও স্পিকার বর্তমান। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Motorola Edge 30 Fusion -এ ৪,৪০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৬৮ ওয়াট টার্বো-পাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি IP52 সার্টিফায়েড জল ও ধুলো প্রতিরোধী চ্যাসিসের সাথে এসেছে। এর পরিমাপ ১৫৮.৪৮ x ৭১.৯৯ x ৭.৪৫ মিমি এবং ওজন ১৭৫ গ্রাম।