অবাক হয়ে শুধু শুনতে হবে, Moto Edge 40 সিরিজের স্পেসিফিকেশন iPhone-কেও হার মানাবে

মোটোরোলা (Motorola) বিশ্ব বাজারের জন্য তাদের Edge সিরিজের অধীনে একাধিক নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ওপর কাজ করছে বলে...
Ananya Sarkar 28 March 2023 1:52 PM IST

মোটোরোলা (Motorola) বিশ্ব বাজারের জন্য তাদের Edge সিরিজের অধীনে একাধিক নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরেই আসন্ন Moto Edge 40 এবং Edge 40 Pro-কে নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা চলছে। বলা হচ্ছে যে, দুটি ফোনের মধ্যে একটি চলতি বছরের শুরুতে চীনে Snapdragon 8 Gen চিপসেট সহ লঞ্চ হওয়া Moto X40 রিব্যাজড সংস্করণ হবে। যদিও এগুলির লঞ্চ নিয়ে এখনও কোম্পানির তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে তার আগেই এখন একটি নতুন রিপোর্টে আসন্ন Edge সিরিজের স্মার্টফোনগুলির সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে।

ফাঁস হল Moto Edge 40 এবং Edge 40 Pro-এর মূল বৈশিষ্ট্য

মাইস্মার্টপ্রাইস নতুন মোটো এজ ৪০ এবং এজ ৪০ প্রো-এর মূল স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছে। স্বাভাবিকভাবেই, প্রো ফোনটি স্ট্যান্ডার্ড মডেলের থেকে অধিক প্রিমিয়াম হবে এবং এটি চীনে আত্মপ্রকাশ করা মোটো এক্স৪০-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে গ্লোবাল মার্কেটে আসবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, সাধারণ এজ ৪০ মডেলটি আরও সাশ্রয়ী হবে বলে আশা করা যায় এবং এটিও উৎকৃষ্ট মানের বৈশিষ্ট্যগুলি অফার করবে বলে দাবি করা হয়েছে।

Moto Edge 40 Pro সম্ভাব্য স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী, মোটোরোলা এজ ৪০ প্রো-এ ফুলএইচডি+ রেজোলিউশন, এইচডিআর১০+, ডলবি ভিশন এবং ডিসিআই-পি৩ কালার গ্যামট সাপোর্ট সহ ৬.৬৭ ইঞ্চির কার্ভড পি-ওলেড (P-OLED) ডিসপ্লে থাকবে। প্যানেলটি ১,৩০০ নিট পিক ব্রাইটনেস, ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। ডিভাইসটি কোয়ালকমের সর্বশ্রেষ্ঠ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে, যা সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত থাকবে।

ফটোগ্রাফির জন্য, Moto Edge 40 Pro-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ইউনিট এবং ২x অপটিক্যাল জুম সহ একটি ১২ মেগাপিক্সেলের পোট্রেট লেন্স উপস্থিত থাকবে। আর সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৬০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যেতে পারে।

এছাড়াও, Moto Edge 40 Pro-এর সামনে এবং পিছনে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস সুরক্ষা সহ একটি অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে বলে জানা গেছে। জল এবং ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং সহ, এটি কোয়ার্টজ ব্ল্যাক এবং অ্যাঞ্জেল ফলস কালার অপশনে পাওয়া যাবে বলে জানা গেছে। সবশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, Moto Edge 40 Pro-এ ১২৫ ওয়াট ওয়্যার্ড, ১৫ ওয়াট ওয়্যারলেস এবং ৫ ওয়াট রিভার্স চার্জিং সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।

Moto Edge 40-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

স্ট্যান্ডার্ড Moto Edge 40 মডেলটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর১০+ এবং ১,২০০ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৫৫ ইঞ্চির ফুলএইচডি+ পি-ওলেড ডিসপ্লের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি অঘোষিত মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০২০ প্রসেসর দ্বারা চালিত হবে। এই ফোনে ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে।

Moto Edge 40-এর পিছনে ডুয়েল-ক্যামেরা সিস্টেম থাকতে পারে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও এফ/১.৫ অ্যাপারচার সহ সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ১২০ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর দ্বারা গঠিত হবে। আর সেলফি তোলা ও ভিডিও কল করার জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Moto Edge 40 হ্যান্ডসেটটি ৪,৪০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৬৮ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। এই ডিভাইসটির একটি ভ্যারিয়েন্ট ভিগান লেদার এবং আরেকটি সংস্করণ পিএমএমএ (PMMA) এক্রাইলিক উপাদান দিয়ে নির্মিত হবে বলে বলে জানা গেছে। Moto Edge 40 আইপি৬৮ (IP68) রেটিং পাবে এবং লুনার ব্লু, নেবুলা গ্রিন, ইক্লিপস ব্ল্যাক ও ম্যাজেন্টা কালারে লঞ্চ হবে।

Show Full Article
Next Story