Moto Edge 40 Neo-এর দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, এত সস্তা ভাবতে পারবেন না

চলতি মাসে ইউরোপীয় বাজারে লঞ্চের পর, Motorola Edge 40 Neo স্মার্টফোনটি খুব শীঘ্রই ভারতের বাজারেও পা রাখতে চলেছে।...
Ananya Sarkar 20 Sept 2023 11:50 AM IST

চলতি মাসে ইউরোপীয় বাজারে লঞ্চের পর, Motorola Edge 40 Neo স্মার্টফোনটি খুব শীঘ্রই ভারতের বাজারেও পা রাখতে চলেছে। আনুষ্ঠানিকভাবে এই ফোনটি এদেশের বাজারে আগামী ২১ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে। ফোনটির লঞ্চের আগে এখন এক নির্ভরযোগ্য টিপস্টার Edge 40 Neo-এর ভারতীয় মূল্য প্রকাশ করেছেন।

ভারতে Motorola Edge 40 Neo-এর দাম ফাঁস

টিপস্টার অভিষেক যাদবের মতে, মোটো এজ ৪০ নিও-এর দাম ভারতে ২৪,৯৯৯ টাকা রাখা হবে, যা একে এজ সিরিজের সবচেয়ে সস্তা ডিভাইসে পরিণত করবে৷ তবে, সাশ্রয়ী হওয়ার অর্থ এই নয় স্পেসিফিকেশনের ক্ষেত্রে কোনও আপস করা হবে। এটি একটি দক্ষ মিড-রেঞ্জ প্রসেসরের সাথে ১০-বিট কালার সমৃদ্ধ উচ্চ মানের কার্ভড ডিসপ্লের সাথে আসবে। যেহেতু মোটো এজ ৪০ নিও ইতিমধ্যেই গ্লোবাল মার্কেটে উপলব্ধ, তাই এর বৈশিষ্ট্যগুলি আর অজানা নেই।

Moto Edge 40 Neo-এর স্পেসিফিকেশন

Moto Edge 40 Neo-এ ফুলএইচডি+ রেজোলিউশন সহ ৬.৫৫ ইঞ্চির পি-অলেড (POLED) ডিসপ্লে রয়েছে, যা ৪০৯ পিপিআই হাই পিক্সেল ডেনসিটি প্রদান করে। ডিসপ্লেটি ১৪৪ রিফ্রেশ রেট ও অতি-প্রতিক্রিয়াশীল ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। স্ক্রিনটিতে ১,৩০০ নিটের পিক ব্রাইটনেস লেভেলের সাথে প্রাণবন্ত ভিজ্যুয়ালের জন্য ১০-বিট প্যানেল ব্যবহার করা হয়েছে।

পারফরম্যান্সের জন্য, Moto Edge 40 Neo-এ MediaTek Dimensity 7030 চিপসেট ব্যবহৃত হয়েছে, যা ৬ ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি এবং গ্রাফিক্সের জন্য Mali G610 জিপিইউ-এর সাথে যুক্ত। এটি ৮ জিবি/ ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি ইউএমসিপি স্টোরেজ অফার করে৷ Edge 40 Neo অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলে এবং এটি তিন বছরের সিকিউরিটি আপডেট ও দুটি প্রধান ওএস আপডেট পাবে বলে নিশ্চিত করা হয়েছে।

ক্যামেরা বিভাগে, Moto Edge 40 Neo-এর ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স রয়েছে, যা ম্যাক্রো ও ডেপ্থ মোড সাপোর্ট করে। আর ফোনের সামনে উচ্চ-মানের সেল্ফ-পোর্ট্রেট তোলার জন্য একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Moto Edge 40 Neo শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ইউএসবি ২.০ টাইপ-সি পোর্টের মাধ্যমে ৬৮ ওয়াট টার্বোপাওয়ার (TurboPower) ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ নিরাপত্তার জন্য, এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, Moto Edge 40 Neo ডলবি অ্যাটমস অডিও এবং মটো স্পেশিয়াল সাউন্ড সমন্বিত স্টেরিও স্পিকার সহ অসাধারণ অডিও এক্সপেরিয়েন্স প্রদান করতে সক্ষম।

Show Full Article
Next Story