মুগ্ধ হয়ে শুধু দেখতে হবে, Motorola Edge 40 তুখোড় ফিচার্সের সঙ্গে দেশে লঞ্চ হল
Motorola Edge 40 ফ্ল্যাগশিপ আজ (২৩ মে) ভারতে লঞ্চ হয়ে গেল। একটিমাত্র মেমরি কনফিগারেশন নিয়ে এসেছে এই ফোন। MediaTek...Motorola Edge 40 ফ্ল্যাগশিপ আজ (২৩ মে) ভারতে লঞ্চ হয়ে গেল। একটিমাত্র মেমরি কনফিগারেশন নিয়ে এসেছে এই ফোন। MediaTek Dimensity 8020 প্রসেসর দ্বারা চালিত প্রথম স্মার্টফোন হিসাবে Edge 40 বাজারে এসেছে। শুধু তাই নয়, এটি বিশ্বের সবচেয়ে স্লিম ৫জি মোবাইল হিসেবে দাবি করা হয়েছে। ফোনটির হাইলাইটগুলির প্রসঙ্গে আসলে প্রথমেই ১৪৪ হার্টজের সেগমেন্ট-ফার্স্ট থ্রিডি কার্ভড ওলেড ডিসপ্লে, ভেগান লেদা ফিনিশিং যুক্ত ব্যাক প্যানেল, এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার কথা বলতে হয়। আসুন Motorola Edge 40-এর দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।
ভারতে Motorola Edge 40 মূল্য এবং লভ্যতা
ভারতে মোটোরোলা এজ ৪০-এর একমাত্র ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ২৯,৯৯৯ টাকা। কিন্তু এটি ২,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস সহ ২৭,৯৯৯ টাকায় পাওয়া যাবে। ফ্লিপকার্ট (Flipkart) এই ফোনটির সাথে ৯,৫০০ টাকার একটি স্ক্রিন রিপ্লেসমেন্ট প্যাকেজও অফার করছে।
এছাড়া, আগ্রহীরা দেশের শীর্ষস্থানীয় ব্যাঙ্কগুলি থেকে নো কস্ট ইএমআই স্কিমে প্রতিমাসে ৫,০০০ টাকার বিনিময়ে এটি কিনতে পারবেন। আগামী ৩০ মে, দুপুর ১২ টা থেকে মোটোরোলা এজ ৪০ ফোনটির সেল শুরু হবে। এটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট সহ বড় রিটেইল স্টোরগুলিতে পাওয়া যাবে। স্মার্টফোনটি নেবুলা গ্রিন এবং ইক্লিপস ব্ল্যাক কালারে একটি ভেগান লেদার ফিনিশ সহ এসেছে।
Motorola Edge 40 স্পেসিফিকেশন এবং ফিচার
মোটোরোলা এজ ৪০ হল ভারতে লঞ্চ হওয়া প্রথম এজ ৪০ সিরিজের ফ্ল্যাগশিপ। এটিতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫৫ ইঞ্চির পি-ওলেড (POLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ স্ক্রিন রেজোলিউশন এবং ১,২০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এই প্যানেলে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও এম্বেড করা রয়েছে। এটি হল মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০২০ প্রসেসর দ্বারা চালিত বিশ্বের প্রথম স্মার্টফোন, যা গ্রাফিক্সের জন্য মালি জি৭৭ জিপিইউ-এর সাথে যুক্ত রয়েছে।
চিপসেটটি সর্বোচ্চ ২.৬ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি পারফরম্যান্স এআরএম কর্টেক্স-এ৭৮ কোর এবং ২ গিগাহার্টজে রান করা চারটি ব্যাটারি-এফিশিয়েন্ট এআরএম কর্টেক্স-এ৫৫ কোর দ্বারা গঠিত। ফোনচি ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ ভার্সনে পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য, Motorola Edge 40-এর রিয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে এফ/১.৪ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স অবস্থান করছে। সেকেন্ডারি ক্যামেরাটি ম্যাক্রো সেন্সর হিসাবেও কাজ করবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।
পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Motorola Edge 40-তে ৬৮ ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৪০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ডিভাইসটি ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। এই নতুন হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাই ইউএক্স (MyUX) ইউজার ইন্টারফেসে রান করে। Edge 40 জল এবং ধুলো প্রতিরোধের জন্য, আইপি৬৮ (IP68) রেটিংয়ের সাথে এসেছে। এছাড়াও, এই লেটেস্ট মোটোরোলা ফোনটি ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকার সেটআপ, ৫জি সংযোগ, ওয়াই-ফাই ৮০২.১১এএক্স, ব্লুটুথ ৫.২, এনএফসি, জিপিএস, গ্লোনাস এবং গ্যালিলেও অফার করে৷ চার্জিং এবং ডেটা স্থানান্তরের জন্য, এতে একটি টাইপ-সি পোর্টও রয়েছে।