Motorola-র হাত ধরে আসছে অত্যাধুনিক ফোন, লঞ্চের আগেই প্রসেসরের খুঁটিনাটি ফাঁস
গত সপ্তাহে Edge 40 Pro লঞ্চের পর এবার Moto Edge 40 সিরিজের স্ট্যান্ডার্ড মডেল বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে...গত সপ্তাহে Edge 40 Pro লঞ্চের পর এবার Moto Edge 40 সিরিজের স্ট্যান্ডার্ড মডেল বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে Motorola। সংস্থার তরফে আনুষ্ঠানিক ঘোষণার আগেই এখন আসন্ন স্মার্টফোনটি গিকবেঞ্চ (GeekBench) বেঞ্চমার্কিং সাইটে দেখা গেছে, যা এর কিছু বৈশিষ্ট্য প্রকাশ করেছে। আসুন তাহলে Motorola Edge 40-এর সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।
Motorola Edge 40-কে দেখা গেল Geekbench-এর ডেটাবেসে
মোটোরোলা এজ ৪০ ফোনটি গিকবেঞ্চে তালিকাভুক্ত হয়েছে। জানিয়ে রাখি, বিদ্যমান মোটোরোলা এজ ৪০ প্রো হল একটি ফ্ল্যাগশিপ গ্রেড ডিভাইস এবং এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের মতো উৎকৃষ্ট স্পেসিফিকেশন এবং ফিচার রয়েছে। অন্যদিকে, স্ট্যান্ডার্ড এজ ৪০ একটি হাই-মিড রেঞ্জের হ্যান্ডসেট হবে। আর বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মের তালিকা অনুযায়ী, এটি একটি ৫জি মিডিয়াটেক চিপসেট, ডাইমেনসিটি ১১০০ দ্বারা চালিত হবে। যা ৮ জিবি র্যামের সাথে যুক্ত থাকবে বলে জানা গেছে। তবে লঞ্চের সময় এর একাধিক ভ্যারিয়েন্ট বাজারে আসতে পারে।
বেঞ্চমার্ক টেস্টে স্ট্যান্ডার্ড এজ ৪০ মডেলটি গিকবেঞ্চ ৫ (Geekbench 5)-এর সিঙ্গেল কোর পরীক্ষায় ১,১০৫ পয়েন্ট এবং মাল্টি কোরে ৩,৫৪২ পয়েন্ট অর্জন করেছে। এছাড়াও গিকবেঞ্চ তালিকাটি প্রকাশ করেছে যে, আপকামিং মডেলটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। এই অপারেটিং সিস্টেমের ওপরে সম্ভবত মাই ইউএক্স (My UX) কাস্টম স্কিনের একটি স্তর থাকবে।
এছাড়া, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Motorola Edge 40-তে ৬.৫৫ ইঞ্চির পি-ওলেড (POLED) ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর১০+ সাপোর্ট এবং ১,২০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। ফটোগ্রাফির জন্য, এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে বলে মনে করা হচ্ছে। আর সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে সম্ভবত একটি ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে।
Edge 40 মডেলটি ২৫৬ জিবি স্টোরেজের সাথে আসতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই মোটো ফোনে ৪,৪০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যা ৬৮ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। Motorola Edge 40 লুনার ব্লু, নেবুলা গ্রিন, ইক্লিপস ব্ল্যাক এবং ম্যাজেন্টা-এর মতো একাধিক আকর্ষণীয় কালার অপশনে উপলব্ধ হতে পারে।