Motorola Edge 50 ফোনের প্রথম সেল আজ, দুনিয়ার সবচেয়ে পাতলা ফোন ডিসকাউন্টে নিজের করুন

আগস্টের শুরুতেই ভারতে এসেছিল Motorola Edge 50। এটি মিলিটারি গ্রেড (মিল-৮১০এইচ) প্রাপ্ত বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন।...
techgup 8 Aug 2024 9:01 AM IST

আগস্টের শুরুতেই ভারতে এসেছিল Motorola Edge 50। এটি মিলিটারি গ্রেড (মিল-৮১০এইচ) প্রাপ্ত বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন। আজ প্রথমবার এই ফোনটি কেনা যাবে। দুপুর ১২টায় ফ্লিপকার্ট ও মোটোরোলা ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে মোটোরোলা এজ ৫০ এর সেল শুরু হবে। আর প্রথম সেলে ক্রেতারা ২,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। জানিয়ে রাখি মোটোরোলা স্মার্টফোনটি আইপি৬৮ রেটিং সহ এসেছে, তাই এটি জল ও ধুলো প্রতিরোধী।

Motorola Edge 50 প্রথম সেলে কম দামে কেনার সুযোগ

মোটোরোলা এজ ৫০ এর জিবি ৮ র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম ২৭,৯৯৯ টাকা। তবে সেল অফারে অ্যাক্সিস ব্যাঙ্ক ও আইডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডধারীদের ২,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়া পুরানো ফোন এক্সচেঞ্জ করলে এক্সচেঞ্জ ভ্যালুর সাথে অতিরিক্ত ২,০০০ টাকা বোনাস পাওয়া যাবে।

মোটোরোলা এজ ৫০ এর ফিচার ও স্পেসিফিকেশন

বিশেষত্বের কথা বললে, মোটোরোলা এজ ৫০ স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ১.৫কে সুপার এইচডি পোলেড ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস ১৯০০ নিটস। পাঞ্চ হোল ডিজাইনের এই ডিসপ্লের কাট আউটের মধ্যে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। আর স্মার্ট ওয়াটার টাচ টেকনোলজি থাকার ফলে ভেজা হাতেও ব্যবহার করা যাবে ফোনটি।

এদিকে ডিভাইসটির পিছনে ট্রিপল এআই ক্যামেরা বর্তমান। এই ক্যমেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল সনি-এলওয়াইটি ৭০০সি প্রাইমারি ক্যামেরা, ৩এক্স অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ও ১০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।

পাওয়ার ব্যাকআপের জন্য এই মোটোরোলা ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৮ ওয়াট টার্বোচার্জিং সাপোর্ট করে। প্রসেসর হিসেবে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ অ্যাকসিলারেটেড এডিশন ব্যবহার করা হয়েছে, যা দুর্দান্ত পারফরম্যান্স দেবে।

Show Full Article
Next Story