২ হাজার টাকা ডিসকাউন্টে বিশ্বের সবচেয়ে পাতলা ওয়াটারপ্রুফ ফোন, কাল কেনার সুযোগ Motorola Edge 50

মোটোরোলার নতুন স্মার্টফোন Motorola Edge 50 আগামীকাল অর্থাৎ ৮ই আগস্ট ভারতে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এবং মোটোরোলের অফিসিয়াল ওয়েবসাইটে…

motorola edge 50 first sale tomorrow on flipkart with 2000 rupees discount offer

মোটোরোলার নতুন স্মার্টফোন Motorola Edge 50 আগামীকাল অর্থাৎ ৮ই আগস্ট ভারতে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এবং মোটোরোলের অফিসিয়াল ওয়েবসাইটে দুপুর ১২টা থেকে এই সেল শুরু হবে। ক্রেতারা এই সেলে লোভনীয় ব্যাঙ্ক অফার পাবেন। মোটোরোলার দাবি মিলিটারি সার্টিফিকেশন প্রাপ্ত তাদের সবচেয়ে পাতলা এই ডিভাইসে আছে আইপি৬৮ রেটিং। চলুন ফোনটির সেল ও ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক

Motorola Edge 50 এর দাম ও সেল অফার

মোটোরোলা এজ ৫০ এর ৮ জিবি + ২৫৬ জিবি মডেলের দাম ২৭,৯৯৯ টাকা। লঞ্চ অফারের অধীনে, ক্রেতারা অ্যাক্সিস ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ফোনটি কিনলে ২,০০০ টাকা ছাড় পাবেন।

মোটোরোলা এজ ৫০ এর ফিচার ও স্পেসিফিকেশন

মোটোরোলার এই ফোনে ৬.৬৭ ইঞ্চির পোলেড এন্ডলেস এজ ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, কর্নিং গরিলা গ্লাস ৫ সুরক্ষার সাথে আসে। ব্যাটারির কথা বললে এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি ৬৮ ওয়াট টার্বোপাওয়ার চার্জিং সাপোর্ট এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

মোটোরোলা এজ ৫০ ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা বর্তমান। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করে। এর‌ সাথে আছে ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। এছাড়াও এই ডিভাইসে ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্সও দেওয়া হয়েছে। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। নতুন মোটো ফোনে রয়েছে মেটাল সাইড ফ্রেম।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন