Motorola Edge 50 Fusion লঞ্চ হচ্ছে 16 মে, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে

Motorola Edge 50 Pro স্মার্টফোনটির সাম্প্রতিক লঞ্চের পর, ব্র্যান্ডটি এখন ভারতে Moto Edge 50 Fusion স্মার্টফোনটি উন্মোচন করার জন্য প্রস্তুত হচ্ছে৷ কয়েকদিন আগে প্রথম টিজার…

Motorola Edge 50 Pro স্মার্টফোনটির সাম্প্রতিক লঞ্চের পর, ব্র্যান্ডটি এখন ভারতে Moto Edge 50 Fusion স্মার্টফোনটি উন্মোচন করার জন্য প্রস্তুত হচ্ছে৷ কয়েকদিন আগে প্রথম টিজার প্রকাশ করার পর, মোটোরোলা এখন অবশেষে কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে Moto Edge 50 Fusion ফোনের লঞ্চের তারিখটি নিশ্চিত করা হয়েছে। এটি চলতি মাসেই বাজারে পা রাখতে চলেছে। এর পাশাপাশি, হ্যান্ডসেটের ফ্লিপকার্ট মাইক্রোসাইটটিও লাইভ হয়েছে, যা এর অনেক স্পেসিফিকেশনই নিশ্চিত করেছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

Moto Edge 50 Fusion বাজারে আসছে আগামী সপ্তাহেই

মোটোরোলা ঘোষণা করেছে যে, তারা আগামী ১৬ মে ভারতে মোটো এজ ৫০ ফিউশন স্মার্টফোনটি লঞ্চ করবে। ফ্লিপকার্ট ই-কমার্স প্ল্যাটফর্মে লাইভ হওয়া মাইক্রোসাইটটি প্রকাশ করেছে যে, এজ সিরিজের এই হ্যান্ডসেটটিতে ১৪৪ হার্টজ হাই রিফ্রেশ রেট, ১,৬০০ নিট পিক ব্রাইটনেস, একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং কর্নিং গরিলা গ্লাস ৫ কোটিংয়ের সুরক্ষা সহ ৬.৬৭ ইঞ্চির পিওলেড (POLED) ত্রিমাত্রিক কার্ভড ডিসপ্লে থাকবে।

মোটো এজ ৫০ ফিউশন তিনটি কালার অপশনে পাওয়া যাবে – পিএমএমএ (PMMA) ফিনিশ সহ ফরেস্ট ব্লু, ভেগান লেদার ফিনিস সহ মার্শম্যালো ব্লু এবং ভেগান লেদার সোয়েড ফিনিশ সহ হট পিঙ্ক। ডিভাইসটিতে 2 মাইক্রোমিটার পিক্সেল সাইজের ৫০ মেগাপিক্সেলের সনি লাইটিয়া ৭০০সি প্রাইমারি ক্যামেরা সেন্সরটি উপস্থিত থাকবে। আর প্রধান ক্যমেরাটিকে একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্সের সাথে যুক্ত করা হবে, যা 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউএবং ৪x পর্যন্ত ম্যাক্রো শট ক্ষমতা প্রদান করতে সক্ষম হবে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে।

Moto Edge 50 Fusion স্মার্টফোনটি Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসরে চলবে বলে নিশ্চিত করা হয়েছে, যা ১২ জিবি পর্যন্ত র‍্যামের সাথে যুক্ত হবে। এই চিপটি ১৫টি 5G ব্যান্ডের পাশাপাশি ওয়াইফাই ৬-এর সাপোর্ট সহ এসেছে৷ পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Moto Edge 50 Fusion মডেলে ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে৷ সফ্টওয়্যারের ক্ষেত্রে, Moto Edge 50 Fusion ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে এবং এটি তিন বছরের ওএস আপডেট ও চার বছরের সিকিউরিটি আপডেট গ্রহণ করবে।

উল্লেখ্য, Moto Edge 50 Fusion হ্যান্ডসেটের দাম সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি। মূল্য এবং উপলব্ধতার বিশদ বিবরণ আগামী ১৬ মে লঞ্চের সময় প্রকাশ করা হবে বলে আশা করা যায়। তবে OnePlus Nord CE 4 ও Nothing Phone (2a) এর মতো ডিভাইসগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে এটি ২৫,০০০ টাকার প্রাইস রেঞ্জে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।