বাজেটের মধ্যে সেরা 5G ফোন, Motorola Edge 50 Fusion নাকি Infinix Note 40 Pro+ নাকি Nothing Phone (2a) এগিয়ে
গত ১৬ই মে ভারতের বাজারে পা রেখেছে Motorola Edge 50 Fusion। এই নয়া স্মার্টফোন মিড-রেঞ্জে এসেছে। ফোনটি গত ১২ই এপ্রিল আগত...গত ১৬ই মে ভারতের বাজারে পা রেখেছে Motorola Edge 50 Fusion। এই নয়া স্মার্টফোন মিড-রেঞ্জে এসেছে। ফোনটি গত ১২ই এপ্রিল আগত Infinix Note 40 Pro+ এবং ৬ই মার্চ আত্মপ্রকাশ করা Nothing Phone (2a) মডেল দুটির সাথে Motorola ব্র্যান্ডের হ্যান্ডসেটটি প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনটি ডিভাইসের দাম প্রায় একসমান। আর প্রত্যেকটি মডেলে 5G নেটওয়ার্ক সাপোর্ট করে। এমনকি তিনটি ফোনেই ৬.৭ ইঞ্চির FHD+ ডিসপ্লে, ১২ জিবি পর্যন্ত র্যাম, সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ, অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম স্কিন, ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে। ফলে Motorola Edge 50 Fusion, Infinix Note 40 Pro+ এবং Nothing Phone (2a) -এর মধ্যে কে এগিয়ে তা জানতে আমাদের প্রতিবেদনটি পড়ুন। এখানে আমরা এদের দাম ও ফিচারের মধ্যে পার্থক্যগুলি তুলে ধরবো।
Motorola Edge 50 Fusion Vs Infinix Note 40 Pro+ Vs Nothing Phone (2a) : দাম
ভারতে মোটোরোলা এজ ৫০ ফিউশন স্মার্টফোন মোট দুটি স্টোরেজ অপশনের সাথে এসেছে। যার মধ্যে ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা ধার্য করা। আবার টপ-এন্ড ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পটি ২৪,৯৯৯ টাকায় কেনা যাবে। এটি - ফরেস্ট ব্লু, হট পিঙ্ক এবং মার্শম্যালো ব্লু কালার অপশনে লঞ্চ হয়েছে।
ইনফিনিক্স নোট ৪০ প্রো+ স্মার্টফনের ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা রাখা হয়েছে। এটি - অবসিডিয়ান ব্ল্যাক, টাইটান গোল্ড এবং ভিনটেজ গ্রীন কালার বিকল্পে পাওয়া যাবে।
এদেশের বাজারে নাথিং ফোন (২এ) ফোনের দাম ২৩,৯৯৯ টাকা শুরু হচ্ছে। এই দাম এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের। আবার ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং টপ-এন্ড ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম থাকছে যথাক্রমে ২৫,৯৯৯ টাকা ও ২৭,৯৯৯ টাকা। এটি - হোয়াইট এবং ব্ল্যাক কালারে কেনা যাবে।
Motorola Edge 50 Fusion Vs Infinix Note 40 Pro+ Vs Nothing Phone (2a) : ডিসপ্লে, সেন্সর
মোটোরোলা এজ ৫০ ফিউশন স্মার্টফোনে এসজিএস লো ব্লু লাইট সার্টিফায়েড এবং কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০০×১০৮০ পিক্সেল) ৩ডি কার্ভড pOLED ১০-বিট ডিসপ্লে আছে। এই ডিসপ্লে - ৩৯৫ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৭২০ হার্টজ PWM ডিমিং, ১২০০ নিট HBM ব্রাইটনেস, ১৬০০ নিট পিক ব্রাইটনেস এবং ১০০% DCI-P3 কালার গ্যামেট সাপোর্ট করে। নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচারের সুবিধা উপলব্ধ।
ইনফিনিক্স নোট ৪০ প্রো+ ফোনে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন সহ ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০×২৪৩৬ পিক্সেল) কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই টাচস্ক্রিন - ১০ বিট প্যানেল, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৩০০ নিট পিক ব্রাইটনেস, ৫০,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও এবং DCI-P3 কালার গ্যামেট সাপোর্ট করে। হ্যান্ডসেটটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ এসেছে।
গ্লাইফ ইন্টারফেস যুক্ত ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেলের সাথে আসা নাথিং ফোন (২এ) ফোনে সরু বেজেল পরিবেষ্টিত ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস ফ্ল্যাট OLED পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৩০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০ প্রযুক্তি সাপোর্ট করে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।
Motorola Edge 50 Fusion Vs Infinix Note 40 Pro+ Vs Nothing Phone (2a) : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র্যাম, স্টোরেজ
মোটোরোলা এজ ৫০ ফিউশন স্মার্টফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর এবং অ্যাড্রেন ৭১০ জিপিইউ সহ এসেছে। এতে ১২ জিবি পর্যন্ত LPDDR5 র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি UFS 2.2 স্টোরেজ পাওয়া যাবে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হ্যালোইউআই দ্বারা চালিত।
ইনফিনিক্স নোট ৪০ প্রো+ স্মার্টফোনে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ প্রসেসর এবং বিএক্সএম-8-256 গ্রাফিক্স কার্ড সমন্বিত থাকছে। এটি ১২ জিবি পর্যন্ত LPDDR4X র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার অতিরিক্তভাবে ১২ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র্যাম ফিচারও সাপোর্ট করে এই ফোন। অপারেটিং সিস্টেম হিসাবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক এক্সওএস ১৪ কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে।
ভালো পারফরম্যান্সের জন্য নাথিং ফোন (২এ) মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রো প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে সর্বাধিক ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ মিলবে। ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক নাথিং ওএস ২.৫ কাস্টম স্কিনে রান করে।
Motorola Edge 50 Fusion Vs Infinix Note 40 Pro+ Vs Nothing Phone (2a) : ক্যামেরা সেটআপ
Motorola Edge 50 Fusion স্মার্টফোনে LED ফ্ল্যাশ লাইট সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ লক্ষ্যণীয়। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার ও OIS সহ ৫০ মেগাপিক্সেল Sony LYT700C প্রাইমারি সেন্সর + ১২০° ফিল্ড-অফ-ভিউ, এফ/২.২ অ্যাপারচার যুক্ত ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেকেন্ডারি ক্যামেরাটি ম্যাক্রো ভিশন সাপোর্ট করে। যাইহোক ডিভাইসের সামনে এফ/২.৪ অ্যাপারচারের ৩২ মেগাপিক্সেল সেলফি শ্যুটার দেওয়া হয়েছে।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য Infinix Note 40 Pro+ ফোনে একটি LED ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল এফ/১.৭৫ অ্যাপারচার ও OIS সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + এফ/২.৪ অ্যাপারচার যুক্ত ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর + এফ/২.৪ অ্যাপারচারের সাথে ২ মেগাপিক্সেল ডেপথ লেন্স। এদিকে ডিভাইসের সামনে এফ/২.২ অ্যাপারচার ও ডুয়াল LED ফ্ল্যাশ সহ ৩২ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার আছে।
Nothing Phone (2a) স্মার্টফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল। এদিকে ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থিত। এর ক্যামেরা বিভাগ আলট্রা-এক্সডিআর, মোশন ক্যাপচার, নাইট মোড, অ্যাকশন মোড এবং পোর্ট্রেট অপ্টিমাইজারের মতো একাধিক ক্যামেরা মোড সাপোর্ট করে, যা ফটোগ্রাফির মান আরও উন্নত করতে সাহায্য করে।
Motorola Edge 50 Fusion Vs Infinix Note 40 Pro+ Vs Nothing Phone (2a) : ব্যাটারি
৫জি-এনাবল মোটোরোলা এজ ৫০ ফিউশন স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৮ ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ইনফিনিক্স নোট ৪০ প্রো+ ফোন ৪,৬০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ এসেছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং ও ২০ ওয়াট ম্যাগচার্জ ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।
নাথিং ফোন (২এ) ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Motorola Edge 50 Fusion Vs Infinix Note 40 Pro+ Vs Nothing Phone (2a) : পরিমাপ
মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনের পরিমাপ ১৬১.৯×৭৩.১×৭.৯ মিমি এবং ওজন ১৭৫ গ্রাম।
ইনফিনিক্স নোট ৪০ প্রো+ ফোনের পরিমাপ ১৬৪.২৮×৭৪.৫×৮.০৯ মিমি এবং ওজন ১৯৬ গ্রাম (ব্ল্যাক কালার) / ১৯০ গ্রাম (গ্রীন ও গোল্ড কালার)।
নাথিং ফোন (২এ) ফোনের ফোনের পরিমাপ ১৬১.৭x৭৬.৩x৮.৬ মিমি এবং ওজন ১৯০ গ্রাম।