দাম কমলো 32MP সেলফি ক্যামেরার Motorola ফোনের, 29 নভেম্বর পর্যন্ত অফার

Moto Edge 50 Neo ডিভাইসের সামনে 6.4 ইঞ্চি ফ্ল্যাট LTPO pOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রেজোলিউশন 1.5K এবং রিফ্রেশ রেট 120Hz। এই ডিসপ্লে 3000 নিট পর্যন্ত ব্রাইটনেস দেবে।

Ankita Mondal 27 Nov 2024 11:31 AM IST

আপনি যদি 20,000 থেকে 25,000 টাকার মধ্যে একটি নতুন ফোন কিনতে চান, তবে Motorola Edge 50 Neo আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। কারণ এই ডিভাইসটি ফ্লিপকার্টে চলমান ব্ল্যাক ফ্রাইডে সেলে লোভনীয় অফার সহ পাওয়া যাচ্ছে। 29 নভেম্বর পর্যন্ত চলা সেলে এর 8GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 22,999 টাকা। এছাড়া পাওয়া যাবে 2,500 টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার। এই ছাড়ের জন্য আপনাকে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে।

এছাড়া আপনি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে এই ফোনটি কিনলে 5 শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন। শুধু তাই নয়, পুরানো ফোন এক্সচেঞ্জ করেও আপনি এর দাম আরও কমাতে পারবেন। তবে মনে রাখবেন যে, এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের কন্ডিশন, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

Moto Edge 50 Neo এর ফিচার এবং স্পেসিফিকেশন

এই ডিভাইসের সামনে 6.4 ইঞ্চি ফ্ল্যাট LTPO pOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রেজোলিউশন 1.5K এবং রিফ্রেশ রেট 120Hz। এই ডিসপ্লে 3000 নিট পর্যন্ত ব্রাইটনেস দেবে। ডিসপ্লে সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। পারফরম্যান্সের জন্য এতে ডাইমেনসিটি 7300 চিপসেট দেওয়া হয়েছে।

ক্যামেরার কথা বললে, ফোনটির পিছনে এলইডি ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরা উপস্থিত। এই ক্যামেরাগুলি হল 50MP প্রাইমারি লেন্স, 13MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 10MP টেলিফোটো লেন্স। ফোনের প্রধান ক্যামেরায় ওআইএস সাপোর্ট করে এবং টেলিফোটো ক্যামেরাটি 3x অপটিক্যাল জুম অফার করে।

সেলফির জন্য এর সামনে 32MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ফোনে 4310mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলে। সাউন্ডের জন্য এতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ স্টেরিও স্পিকার রয়েছে।

Show Full Article
Next Story