Motorola Edge 50 Neo ফ্ল্যাগশিপ কিলার ফোন ২৫ হাজার টাকার কমে লঞ্চ হল, রয়েছে সনি ক্যামেরা

Motorola আজ ভারতে এজ ৫০ সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে Motorola Edge 50 Neo লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে ২৫ হাজার টাকার কমে। মোটোরোলার প্রথম…

Motorola Edge 50 Neo Launched In India

Motorola আজ ভারতে এজ ৫০ সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে Motorola Edge 50 Neo লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে ২৫ হাজার টাকার কমে। মোটোরোলার প্রথম ফোন হিসেবে এতে ৫ বছরের ওএস আপডেট পাওয়া যাবে। আবার Motorola Edge 50 Neo মিলিটারি-গ্রেড MIL-STD-810H সার্টিফিকেশন সহ এসেছে। জানিয়ে রাখি, এর আগে এই সিরিজের অধীনে মোটো এজ ৫০ আল্ট্রা, মোটো এজ ৫০ ফিউশন এবং মোটো এজ ৫০ প্রো বাজারে এসেছিল। আসুন Motorola Edge 50 Neo এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Motorola Edge 50 Neo এর দাম, সেলের তারিখ ও অফার

মোটোরোলা এজ ৫০ নিও ফোনের ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৩,৯৯৯ টাকা। স্মার্টফোনটি চারটি কালারে এসেছে – নটিক্যাল ব্লু, ল্যাট, গ্রিস্টেল এবং পইনসিয়ানা। চারটি মডেলই লেদার ফিনিশ সহ এসেছে।

আজ ১৬ই সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ফ্লিপকার্ট থেকে মোটোরোলা এজ ৫০ নিও ফোনৈর সেল শুরু হবে। এই সেলে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ১,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে।

২৫ হাজার টাকার কমে Motorola Edge 50 Neo ফোনের ফিচার ও স্পেসিফিকেশন

ডিসপ্লে: Motorola Edge 50 Neo ফোনে দেওয়া হয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩০০০ নিটস পিক ব্রাইটনেস এবং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন সহ ৬.৪-ইঞ্চি ১.৫কে (২৬৭০ x ১২২০ পিক্সেল) পোলেড এলটিপিও ডিসপ্লে।

প্রসেসর, র‌্যাম ও স্টোরেজ: এই স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ও ৮ জিবি র‌্যাম দেওয়া হয়েছে। আর এই ডিভাইসে পাওয়া যাবে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।

সফটওয়্যার: মোটোরোলার হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হ্যালো ইউআই কাস্টম স্কিনে চলে। এছাড়া সংস্থার দাবি, এতে পাঁচ বছর ধরে আপডেট দেওয়া হবে।

ক্যামেরা: ক্যামেরার কথা বললে, Motorola Edge 50 Neo ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সহ ৫০ মেগাপিক্সেল সনি LYTIA 700C প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড / ম্যাক্রো সেন্সর এবং ১০এক্স অপটিক্যাল জুম সহ ৩ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স পাওয়া যাবে। সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি: Motorola Edge 50 Neo ফোনে ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ ৪,৩১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Lava Blaze 3 5G ভারতে ১০ হাজার টাকার রেঞ্জে লঞ্চ হল, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে খাস ফিচার

অন্যান্য ফিচার: স্মার্টফোনটি আইপি৬৮ রেটিং সহ এসেছে। আর এটি MIL-STD 810H সার্টিফাইড। ফলে এটি শক, ভাইব্রেশন, প্রেশার, হাই টেম্পারেচার, লো টেম্পারেচার, পড়ে গেলে স্ক্রিন ভেঙে যাওয়া প্রভৃতি থেকে সুরক্ষিত থাকবে। Motorola Edge 50 Neo ডিভাইসে পাওয়া যাবে ডলবি অ্যাটমস, এনএফসি, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ডুয়াল স্পিকার।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন