বিগত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন লিক ও রিপোর্ট প্রকাশ্যে আসার পর অবশেষে লঞ্চ হল Motorola Edge 50 Neo। খুব চুপিচুপি ফোনটির ঘোষণা করেছে সংস্থা। সবচেয়ে বড় কথা হল, এটি Edge 50 সিরিজের সবচেয়ে কম্প্যাক্ট মডেল। চলুন Motorola Edge 50 Neo-এর দাম সহ সমস্ত খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।
Motorola Edge 50 Neo: স্পেসিফিকেশন ও ফিচার্স
মোটোরোলা এজ 50 নিও 6.4 ইঞ্চি 1.5K পোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3000 নিটস পিক ব্রাইটনেস, ও গরিলা গ্লাস 3 প্রোটেকশন অফার করে। ফোনটিতে MediaTek Dimensity 7300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 12 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। অপারেটিং সিস্টেম হিসাবে Android 14 প্রি-ইনস্টলড আছে।
ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড/ম্যাক্রো ক্যামেরা, এবং 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স বর্তমান। সেলফি ও ভিডিয়ো কলের জন্য ফ্রন্টে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে 68 ওয়াট ওয়্যার্ড ও 15 ওয়াট ফাস্ট চার্জিং সহ 4,310 এমএএইচ ব্যাটারি। এছাড়া, মোটোরোলার এই নতুন ফোন IP68 রেটিং ও মিলিটারি গ্রেড MIL-STD 810H সার্টিফিকেশন অফার করে।
Motorola Edge 50 Neo: দাম
মোটোরোলা এজ 50 নিও 12 জিবি + 256 জিবি স্টোরেজের একটাই অপশনে লঞ্চ হয়েছে। যুক্তরাজ্যে ফোনটির দাম 449.99 পাউন্ড, ভারতীয় মুদ্রায় যা প্রায় 49,900 টাকার সমান। এটি ভারতের বাজারেও শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা যায়।