বিশ্ব বাজারে আসছে Motorola Edge 50 Neo, বড় ডিসপ্লে, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ থাকবে ৫১২ জিবি মেমোরি
Motorola Edge 50 Neo ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ব্যবহার করা হবে। আর এতে আইপি৬৮ রেটিং থাকবে, যা জল ও ধুলো প্রতিরোধ করবে।
Motorola Edge 50 সিরিজের অধীনে এখনও পর্যন্ত ৪টি মডেল লঞ্চ হয়েছে। এখন আবার এই সিরিজের পঞ্চম মডেল Motorola Edge 50 Neo নামে আসতে চলেছে। আর এটি চীনে Moto S50 নামে লঞ্চ হবে। এর মডেল নম্বর XT2409-5 MIIT/MIIT। সম্প্রতি চীনে লঞ্চ হতে চলা ডিভাইসটিকে TENAA সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এখান থেকে মোটোরোলা ফোনটির স্পেসিফিকেশন সামনে এসেছে।
সার্টিফিকেশন সাইট থেকে আরও জানা গেছে যে, মোটো এস৫০ গ্রিশিয়েল (কালো), ল্যাট (বেইজ), নটিক্যাল ব্লু এবং পইনসিয়ানা (লাল) রঙে আসবে। আর এই নতুন ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে, এতে ১০ মেগাপিক্সেল ৩এক্স টেলিফটো ক্যামেরা থাকবে।
এর আগে জানা গিয়েছিল এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ব্যবহার করা হবে। আর এতে আইপি৬৮ রেটিং থাকবে, যা জল ও ধুলো প্রতিরোধ করবে।
মোটোরোলা এজ ৫০ নিও / মোটো এস ৫০ এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
মোটোরোলা এজ ৫০ নিও বা মোটো এস ৫০ ফোনে ৬.৩৬ ইঞ্চি (১২০০×২৬৭০ পিক্সেল) ১.৫ কে ওএলইডি ডিসপ্লে দেওয়া হতে পারে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন সাপোর্ট করবে। মোটোর এই ডিভাইসে থাকবে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ ৪এনএম প্রসেসর, ৮ জিবি/১২ জিবি র্যাম, ২৫৬ জিবি/৫১২ জিবি স্টোরেজ।
ক্যামেরার কথা বললে, এই হ্যান্ডসেটে ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ১০ মেগাপিক্সেল ৩এক্স টেলিফটো ক্যামেরা এবং একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। মোটোরোলা এজ ৫০ নিও বা মোটো এস ৫০ ফোনে টার্বো চার্জিং সহ ৪৩১০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। ফোন দুটি আগস্টের শেষের দিকে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।
Motorola Edge 50 Neo ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ব্যবহার করা হবে। আর এতে আইপি৬৮ রেটিং থাকবে, যা জল ও ধুলো প্রতিরোধ করবে।