দিওয়ালি সেলে বাম্পার ছাড়ে মোটোরোলা এজ ৫০ নিও, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত ফিচার

দীপাবলি উপলক্ষে এখন বিভিন্ন ই-কমার্স সাইটে সেল শুরু হয়েছে। এই সময়ে আপনি যদি ২৫,০০০ টাকার কমে একটি নতুন ফোন নিতে চান...
Ankita Mondal 23 Oct 2024 11:27 PM IST

দীপাবলি উপলক্ষে এখন বিভিন্ন ই-কমার্স সাইটে সেল শুরু হয়েছে। এই সময়ে আপনি যদি ২৫,০০০ টাকার কমে একটি নতুন ফোন নিতে চান তাহলে আমরা মোটোরোলা এজ ৫০ নিও কিনতে বলবো। আসলে ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেলে এই ডিভাইসটি লোভনীয় আফারে পাওয়া যাচ্ছে। এর সাথে ফ্লাট ডিসকাউন্ট সহ ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। আর ফিচারের কথা বললে মোটোরোলা এজ ৫০ নিও স্মার্টফোনে আছে‌ ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৪৩১০ এমএএইচ ব্যাটারি।

মোটোরোলা এজ ৫০ নিও স্মার্টফোনের উপর বাম্পার ডিসকাউন্ট অফার

মোটোরোলা এজ ৫০ নিও এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেলে এটি ২৩,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আপনি ১২৫০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার পাবেন। এরজন্য আপনাকে এসবিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করতে হবে। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করে ডিভাইসটি কিনতে চাইলে ২৩,৪০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ ভ্যালু আপনার পুরানো ফোনের বর্তমান অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করে।

মোটোরোলা এজ ৫০ নিও ফিচার এবং স্পেসিফিকেশন

মোটোরোলার এই ফোনে ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৩১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটির সামনে ৬.৪ ইঞ্চি ১.৫কে এলটিপিও পিওএলইডি ডিসপ্লে উপস্থিত। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আর এটি ৩০০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস অফার করবে।

মোটোরোলা এজ ৫০ নিও ফোনে দেওয়া হয়েছে ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ। আবার এতে ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে।মটোরোলার এই ডিভাইসকি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে। সংস্থার দাবি এটি ৫ বছর ধরে ওএস ও সিকিউরিটি আপডেট পাবে। ফোনটি আইপি৬৮ রেটিং এবং MIL-STD 810H সার্টিফিকেশন সহ এসেছে।

Show Full Article
Next Story