বিশ্বের প্রথম প্রো-গ্রেড AI ক্যামেরা যুক্ত ফোন ভারতের পর আরও দেশে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে এল দাম

Motorola Edge 50 Pro ভারতে লঞ্চ হয়েছে খুব বেশি দিন হয়নি। ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্টের মাধ্যমে জানা গেছে যে, এই মোটোরোলা তাদের এই ফোনটি শীঘ্রই ইউরোপিয়ান…

Motorola Edge 50 Pro ভারতে লঞ্চ হয়েছে খুব বেশি দিন হয়নি। ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্টের মাধ্যমে জানা গেছে যে, এই মোটোরোলা তাদের এই ফোনটি শীঘ্রই ইউরোপিয়ান ইউনিয়ন (EU) সহ বিভিন্ন দেশে রিলিজ করতে চলেছে। আর এখন জার্মানিতে অ্যামাজনের (Amazon) ওয়েবসাইটে লাইভ হওয়া Motorola Edge 50 Pro-এর লিস্টিং সেই জল্পনা সত্যি প্রমাণিত করেছে। সেখান থেকে ইউরোপীয় ইউনিয়নে ফোনটির লঞ্চের তারিখও প্রকাশ্যে এসেছে।

ইউরোপে Motorola Edge 50 Pro লঞ্চের তারিখ

অ্যামাজন জার্মানির লিস্টিং অনুযায়ী, মোটোরোলা এজ 50 প্রো আগামী 16 এপ্রিল লঞ্চ হবে। ফোনটি 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, যার দাম হবে 699 ইউরো (প্রায় 63,200 টাকা)। সেখানে ভারতের বাজারে ফোনটির দাম শুরু হচ্ছে মাত্র 31,999 টাকা থেকে (8 জিবি + 256 জিবি)। আর টপ এন্ড 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ মডেলটির মূল্য 35,999 টাকা। স্টোরেজ কনফিগারেশনে হেরফের থাকলেও, মোটোরোলা এজ 50 প্রো গ্লোবাল ভার্সনের স্পেসিফিকেশন ভারতের মতোই হবে বলে আশা করা হচ্ছে।

Motorola Edge 50 Pro-এর স্পেসিফিকেশন

মোটোরোলা এজ 50 প্রো-এ 144 হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর10+ সাপোর্ট এবং 2,000 নিট পিক ব্রাইটনেস সহ 6.7 ইঞ্চির কার্ভড পি-ওলেড (POLED) ডিসপ্লে রয়েছে৷ ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসরের সাথে এসেছে, যা 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের সাথে যুক্ত। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে 4,500 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 125 ওয়াট টার্বোপাওয়ার ওয়্যার্ড এবং 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য, Motorola Edge 50 Pro-এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি 10 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং একটি 13 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স উপস্থিত রয়েছে৷ এছাড়া, ফোনটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে IP68 রেটিং প্রাপ্ত জল ও ধুলো প্রতিরোধী চ্যাসিস, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডলবি অ্যাটমস সহ ডুয়েল স্টেরিও স্পিকার, বিশ্বের প্রথম AI চালিত প্রো-গ্রেড ক্যামেরা, প্রভৃতি