ওয়্যারলেস চার্জিং ও দুর্দান্ত ক্যামেরা সহ আজ লঞ্চ হচ্ছে Motorola Edge 50 Pro, দাম কত থাকবে

Motorola আজ তাদের একটি লেটেস্ট মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আসন্ন মডেলটির নাম হবে Moto Edge 50 Pro। আজই অর্থাৎ 3রা এপ্রিল সকাল 12 টায়…

Motorola আজ তাদের একটি লেটেস্ট মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আসন্ন মডেলটির নাম হবে Moto Edge 50 Pro। আজই অর্থাৎ 3রা এপ্রিল সকাল 12 টায় হ্যান্ডসেটটি ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart -এর মাধ্যমে ভারতে প্রথমবার কেনার জন্য উপলব্ধ হতে চলেছে বলেও জানা গেছে৷

প্রসঙ্গত সংস্থার তরফ থেকে হালফিলে একাধিক টিজার পোস্টার রিলিজ করা হয়। যেগুলি আসন্ন Motorola Edge 50 Pro স্মার্টফোনের বেশ কয়েকটি মুখ্য ফিচার নিশ্চিত করেছে। যেমন জানা গেছে, এই মডেলটি পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের কার্ভড ডিসপ্লে, 50 ওয়াট ওয়্যারলেস ও 125 ওয়াট ওয়্যারড চার্জিং সমর্থিত শক্তিশালী ব্যাটারি, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর, এবং এআই (AI) ভিত্তিক রিয়ার ক্যামেরা সিস্টেমের সাথে লঞ্চ হবে। আবার জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP68 রেটিং প্রাপ্ত হবে বলেও দাবি করা হয়েছে। এছাড়া Flipkart দ্বারা ইতিমধ্যেই ফোনটির জন্য তৈরী করা ডেডিকেটেড মাইক্রোসাইট থেকেও একাধিক ফিচার সামনে এসেছে। এমনকি এর দামও জানা গেছে।

ভারতে Motorola Edge 50 Pro স্মার্টফোনের দাম এবং প্রাপ্যতা (সম্ভাব্য)

মোটোরোলা ব্র্যান্ডের এই আপকামিং স্মার্টফোন এদেশের বাজারে মিড-ফ্ল্যাগশিপ সেগমেন্টের অধীনে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। আসলে সম্প্রতি টিপস্টার পারাস গুগ্লানি (Paras Guglani) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছিলেন। যেখানে তিনি দাবি করেন যে, হ্যান্ডসেটটির 12 জিবি র‌্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 864 ইউরো রাখা হবে, যা প্রায় 44,999 টাকার সমান।

লভ্যতার প্রসঙ্গে আসা যাক এবার। স্বয়ং সংস্থার তরফ থেকেই নিশ্চিত করা হয়েছে যে ডিভাইসটি এদেশে ই-কমার্স পোর্টাল ফ্লিপকার্টের মাধ্যমে পাওয়া যাবে।

Motorola Edge 50 Pro স্মার্টফোনের নিশ্চিত এবং সম্ভাব্য স্পেসিফিকেশন

আমরা আগেই বলেছি যে, অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট ইতিমধ্যেই Motorola Edge 50 Pro 5G ফোনের জন্য একটি ডেডিকেটেড প্রোডাক্ট পেজ প্রস্তুত করেছে। যেখানে এর একাধিক ফিচার তালিকাভুক্ত। আবার সম্প্রতি মার্কেট রিসার্চ ফার্ম ও টিপস্টারদের মাধ্যমে মডেলটির বেশ কয়েকটি সম্ভাব্য স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে।

জানা গেছে, Motorola Edge 50 Pro মোট তিনটি কালার বিকল্পে আসবে, যথা – ব্ল্যাক, হোয়াইট এবং পার্পেল। এতে 1.5কে রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 2000 নিট পিক ব্রাইটনেস, DCI-P3 কালার গ্যামেট কভারেজ এবং HDR10+ প্রযুক্তি সমর্থিত 6.7-ইঞ্চির pOLED ডিসপ্লে দেওয়া হবে। আবার ব্যবহারকারীদের চোখ এবং স্ক্রীন সুরক্ষিত রাখতে এই ফোনে যথাক্রমে এসজিএস আই প্রটেকশন প্রযুক্তি ও কর্নিং গরিলা গ্লাস 5 দেওয়া হবে। ভালো পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট। সংস্থাটি হয়তো তাদের এই লেটেস্ট স্মার্টফোনের সাথে তিন বছরের ওএস আপডেট অফার করবে।

ফটো এবং ভিডিওগ্রাফির জন্য আসন্ন Motorola Edge 50 Pro ফোনে এআই (AI) স্মার্টফিচার সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম দেওয়া হবে। এই ক্যামেরাগুলি – 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + 13 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড / ম্যাক্রো শ্যুটার + অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও 30এক্স হাইব্রিড জুম যুক্ত একটি টেলিফটো লেন্স হতে পারে। এছাড়া সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য মিলবে অটোফোকাস সহ 50 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন