সদ্য লঞ্চ হওয়া 50 মেগাপিক্সেল ক্যামেরার Motorola Edge 50 Pro ফোনের দাম কমলো, এত কমে এই প্রথম

চলতি বছরের এপ্রিল মাসে Motorola লঞ্চ করে তাদের মিডরেঞ্জের নতুন স্মার্টফোন Motorola Edge 50 Pro। তবে কয়েক মাস যেতে না যেতেই ব্র্যান্ডটি দাম কমালো এই…

চলতি বছরের এপ্রিল মাসে Motorola লঞ্চ করে তাদের মিডরেঞ্জের নতুন স্মার্টফোন Motorola Edge 50 Pro। তবে কয়েক মাস যেতে না যেতেই ব্র্যান্ডটি দাম কমালো এই ডিভাইসের দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের। যদিও, দাম কমানোর কারণ কিছু জানা যায়নি। কিন্তু যারা দুর্দান্ত ক্যামেরা সেটআপ সহ একটি মিডরেঞ্জ স্মার্টফোন খোঁজ করছেন, তারা এই ডিভাইসটি কিনতে পারেন। আসুন Motorola Edge 50 Pro ফোনের নতুন দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Motorola Edge 50 Pro ফোনের নতুন দাম

লঞ্চের সময় মোটোরোলা এজ ৫০ প্রো ফোনের ৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ৩১,৯৯৯ টাকা, তবে এখন ২,০০০ টাকা মূল্য কমার পর বর্তমানে এটি পাওয়া যাবে ২৯,৯৯৯ টাকায়। এদিকে আবার এর ১২ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৩৫,৯৯৯ টাকা ধার্য করা হলেও, ১,০০০ টাকা কমার পর এটি এখন ৩৪,৯৯৯ টাকায় উপলব্ধ। জানিয়ে রাখি, এই হ্যান্ডসেটটি লাক্স ল্যাভেন্ডার এবং ব্ল্যাক বিউটি কালার অপশনে পাওয়া যাবে।

এছাড়াও, এইচডিএফসি, আইসিআইসিআই, এসবিআই এবং অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড হোল্ডাররা এই স্মার্টফোনের সাথে পেয়ে যাবেন ২০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। আবার ৬ মাসের নো-কস্ট ইএমআই-এর সুবিধা সহ এই হ্যান্ডসেট কেনা যাবে।

Motorola Edge 50 Pro ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

Motorola Edge 50 Pro স্মার্টফোনে আছে ১২২০×২৭১২ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির ১.৫ কে পোলড ডিসপ্লে। ক্র্যাচ এবং ড্রপ থেকে সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে। অক্টাকোর কোয়ালাকম স্ন্যাপড্রাগণ ৭ জেন ৩ চিপসেট সহ আসা এই ডিভাইসটি ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ অফার করে।

এই ডিভাইসের সব থেকে চমৎকার বিষয় হলো এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যাতে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল ১২০ ডিগ্রি আল্ট্রা ওয়াইড অটোফোকাস লেন্স এবং ৫০ এক্স হাইব্রিড জুম সাপোর্ট সহ ১০ মেগাপিক্সেল ৩এক্স টেলিফোটো লেন্স। আর এর সামনে আছে ৫০ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।

উন্নত মাল্টিমিডিয়া অভিজ্ঞতার জন্য এতে ডলবি অ্যাটমস দ্বারা টিউন করা স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। আবার, জল এবং ধুলো প্রতিরোধের জন্য ডিভাইসটি আইপি৬৮ রেটিংও পেয়েছে। এছাড়া, এতে দেওয়া হয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ, যা ১২৫ ওয়াট টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।