স্যামসাং-শাওমিরা সাবধান! এবার বাজার কাঁপাতে আসছে Motorola Edge 50 Pro

মোটোরোলা (Motorola) এই মুহূর্তে তাদের পরবর্তী Edge 50 লাইনআপের স্মার্টফোনগুলির ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছে। যদিও কোম্পানির তরফে এখনও এই সিরিজ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোন…

মোটোরোলা (Motorola) এই মুহূর্তে তাদের পরবর্তী Edge 50 লাইনআপের স্মার্টফোনগুলির ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছে। যদিও কোম্পানির তরফে এখনও এই সিরিজ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোন তথ্য প্রকাশ করা হয়নি। তবে তার আগেই এখন সম্ভাব্য Motorola Edge 50 Pro একাধিক আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক অনুমোদিত হয়ে আসন্ন লঞ্চের ইঙ্গিত দিচ্ছে। সার্টিফিকেশনগুলি এই আপকামিং হ্যান্ডসেটটির সম্পর্কে ঠিক কি কি তথ্য তুলে ধরেছে, আসুন জেনে নেওয়া যাক।

Motorola Edge 50-কে দেখা গেল একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে

প্রথমেই জানাই, সংযুক্ত আরব আমিরশাহীর টিডিআরএ (TDRA) XT2402-2 মডেল নম্বরের একটি নতুন মোটোরোলা ফোন তালিকাভুক্ত করেছে, যা সেটির বাণিজ্যিক নাম মোটোরোলা এজ ৫০ প্রো হবে বলে নিশ্চিত করেছে৷ যদিও সেখান থেকে ডিভাইসটির স্পেসিফিকেশন সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ করেনি, তবে এটি ফোনটির অফিসিয়াল নাম নিশ্চিত করেছে, যা অন্যান্য সার্টিফিকেশন প্ল্যাটফর্মে একে খুঁজে পাওয়া সহজ করে তুলেছে।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) সার্টিফিকেশন ওয়েবসাইট সম্প্রতি XT2403-1, XT2403-2, XT2403-4 এবং XT2403-5 মডেল নম্বর সহ চারটি মোটোরোলা স্মার্টফোনকে আমেরিকার বাজারে আসার জন্য সবুজ সংকেত দেখিয়েছে৷ যদিও এগুলির বাণিজ্যিক নাম এখনও প্রকাশ করা হয়নি, তবে মোটোরোলা এজ ৫০ প্রো-এর টিডিআরএ মডেল নম্বরের সাথে এগুলির মিল থেকে বোঝা যায় যে, এগুলি একই ডিভাইসের ভিন্ন সংস্করণ হতে পারে। এফসিসি আরও প্রকাশ করেছে যে, XT2403-2 মডেল নম্বরের মোবাইলে ই-সিম সাপোর্ট রয়েছে৷

এর পাশাপাশি, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন XT2403-1 এবং XT2431-1 মডেল নম্বর সহ দুটি মোটো ফোনকে তালিকাভুক্ত করেছে৷ তবে, দ্বিতীয়টি Motorola Edge 50 Pro বা Edge 50 সিরিজের অংশ, নাকি সম্পূর্ণ নতুন মডেল, তা স্পষ্ট নয়। এছাড়াও, মোটোরোলা টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland) ওয়েবসাইটে সম্ভাব্য Edge 50 সিরিজের অ্যাক্সেসরিজকে রেজিস্টার করেছে। যার মধ্যে রয়েছে একটি ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জার, সর্বোচ্চ ১২৫ ওয়াটের ওয়্যার্ড চার্জার এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। এগুলি Motorola Edge 50 সিরিজের জন্য তৈরি হতে পারে।